Advertisment
Presenting Partner
Desktop GIF

'আরও অনেক বাচ্চা হোক আমাদের...', নতুন দায়িত্ব নিতে না নিতেই প্ল্যান তৈরি যশ-নুসরতের!

ভরা জনসম্মুখে এ কী বললেন যশ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
nusrat jahan, yash dasgupta, nusrat yash, YD films, nusrat yash baby, nusrat jahan news, nusrat jahan tollywood, yash bollywood debut, বলিউড, টলিউড, বিনোদন, আজকের বিনোদন, entertainment news, today entertainment news, news update today, latest entertainment news, ie bangla entertainment news

নুসরত-যশের প্ল্যানিং?

আরও বাচ্চা চাই? নুসরত এবং যশকে নিয়ে আবারও নতুন শোরগোল। নিজে মুখেই যশ স্বীকার করলেন সেকথা। শুধু তাই নয়, সেই কথা শুনে নুসরতের যা অবস্থা...

Advertisment

তাঁদের নতুন প্রোডাকশন হাউস উপলক্ষে বসেছিল চাঁদের হাট। সেখানেই নিজেদের প্রথম ছবি মেন্টাল এর ফার্স্ট লুক প্রকাশ্যে আনেন তারা। সেই ছবি পরিচালনা করছেন বাবা যাদব। উপস্থিত ছিলেন তিনিও। সেখানেই এক ভয়ঙ্কর ঘোষণা করেন যশ! তাঁর নাকি ভালবেসে আরও বাচ্চা চাই? নতুন প্রযোজক হিসেবে দুজনেই বিরাট শপথ নিয়ে ফেলেছেন।

ফিরিয়ে আনতে হবে কমার্শিয়াল ছবিকে। তাঁর সঙ্গে সন্তানের কিসের সম্পর্ক? ঘটনায় আসা যাক। নতুন সিনেমা মানে প্রত্যেকের কাছেই নতুন কিছু আশা, একটা বাচ্চার মত অনেক যত্ন করে সেটিকে স্ক্রিনে আনা হয়। মেন্টাল তাঁদের সন্তানের মত। সেই প্রসঙ্গেই যশ বলেন, YD ফিল্মস, মেন্টাল আমাদের সন্তান। আমরা চাই ভালবেসে আরও আরও বাচ্চা যেন হয় আমাদের। একথা শোনার পরেই হেসে খুন নুসরত। সকলের সামনে একথা বলতে পারলেন যশ?

আরও পড়ুন < পাশে সদ্যোজাত মেয়ে, স্ত্রীকে কাঁধে করেই শ্মশানে নিয়ে যান রাজপাল যাদব >

সিনেমাটিক অ্যাঙ্গেলে কথাটি বললেও নুসরত কিন্তু সম্পূর্ন বিষয়টিকে অন্যভাবেই ধরেছেন। হাসি আর ধরে কে? ছেলে ঈশানের জন্মের পর থেকে জলঘোলা কম হয়নি। তবে, সবকিছুকেই বুড়ো আঙুল দেখিয়েছেন তাঁরা। ছেলেকে নিয়ে দিব্য সুখে আছেন। বলা উচিত, আবার নতুন বাচ্চাকে নিয়ে ব্যস্ততা শুরু। তবে, সত্যিই কি আর নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে? এ প্রসঙ্গে কোনও উত্তর আজও মেলেনি।

এদিকে, তাঁদের প্রযোজনা সংস্থার নতুন শুরুতে হাজির ছিলেন শ্রাবন্তী থেকে তনুশ্রী, এমনকি বিরসা - অভিজিৎ সেন, অন্যান্যরা। এসেছিলেন টেলিভিশনের বেশ কিছু চেনা মুখ।

Yash Dasgupta Nusrat Jahan tollywood Entertainment News
Advertisment