বিরাট দুঃসংবাদ আদিত্য চোপড়ার পরিবারে, প্রয়াত মা পামেলা

পামেলা চোপড়ার জীবনাবসান, শোকজ্ঞাপন বলিউডের

পামেলা চোপড়ার জীবনাবসান, শোকজ্ঞাপন বলিউডের

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pamela chopra, pamela chopra dead, pamela chopra death, pam chopra dead, yrf, aditya chopra mother dead, yash chopra wife

প্রয়াত পামেলা চোপড়া

সিনেদুনিয়ায় আবারও খারাপ খবর। প্রয়াত যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। বৃহস্পতিবার, মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক পত্নী।

Advertisment

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। কী হয়েছিল তাঁর? বয়স হয়েছিল অনেকটাই। তাঁর সঙ্গে নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন তিনি। শেষ ১৫ দিন ধরে লীলাবতী হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন। যশ রাজ এর অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকেও জানানো হয়েছে শোকবার্তা। দুই ছেলে আদিত্য এবং উদয়ের উপস্থিতিতে হবে শেষকৃত্য।

আজ সকাল ১১টায় শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, "আমরা ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, চোপড়া পরিবারের অনন্য সদস্য পামেলা চোপড়া সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, যে এই দুঃসময়ে আপনারা পাশে ছিলেন। কিন্তু কিছু সময়ের জন্য আমরা নিজস্ব সময় চেয়ে নিচ্ছি"।

Advertisment

স্বামী যশ চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল নিদারুণ। শুধু যে জীবনসঙ্গী ছিলেন এমনটাই নয়, বরং যশ রাজের নানা ছবিতে তাঁর যোগদান ছিল সাংঘাতিক। কখনও চিত্রনাট্যকার, কখনও পোশাক ডিজাইনার হিসেবে কাজ করেছেন তিনি। গেয়েছেন গানও। বিখ্যাত ছবি 'কভি কভি'র গল্প লিখেছিলেন পামেলাই। যশ চোপড়ার নানা সাক্ষাৎকারে পামেলার উল্লেখ থাকতই।

উল্লেখ্য, যশ চোপড়ার ছবি মানেই তাতে নারী চরিত্রের এক বিরাট উপস্থাপন। পুত্রবধূ রানী মুখোপাধ্যায় জানিয়েছিলেন, যশ আঙ্কেল যে এত সুন্দর নারী চরিত্র তুলে ধরতেন, তাঁর আসল অনুপ্রেরণা ছিলেন পামেলা চোপড়াই।

bollywood Entertainment News