Advertisment

দীপাবলিতেই মিলে গেল পুরো পরিবার, যশ-নুসরতের 'দুই' সন্তানের ছবি প্রকাশ্যে

বড় দাদা রিয়াংশের সঙ্গে ছোট্ট ঈশানের ছবি প্রকাশ্যে আনলেন 'বাবা' যশ। উচ্ছ্বসিত নুসরত।

author-image
Sandipta Bhanja
New Update
Yash Dasgupta, Nusrat Jahan, যশ দাশগুপ্ত, নুসরত জাহান, যশ-নুসরতের সন্তান, ঈশান, tollywood, bengali news today

যশ-নুসরতের 'দুই' সন্তানের ছবি প্রকাশ্যে

Yash Dasgupta, Nusrat Jahan: সন্তান সম্ভবা হয়ার সময় থেকেই বিতর্কে নুসরত জাহান। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও নিন্দুকদের সমালোচনা থেকে বাদ যাননি। যশ-নুসরতের সম্পর্ক নিয়ে শোরগোলেরও অন্ত নেই। শেষমেশ দীপাবলিতে একফ্রেমে একসঙ্গে ধরা দিলেন স্বামী-স্ত্রী। পরনে ম্যাচিং পোশাক। প্রদীপ সাজিয়ে যশের পাশে বসে রয়েছেন তাঁর অভিনেত্রী-ঘরণি। একে-অপরের সঙ্গে রোম্যান্সে মশগুল। কিন্তু কালীপুজোর দিনেই বড়সড় ধামাকা দিলেন তারকাজুটি। আবারও চমক সাংসদ-অভিনেত্রীর তরফে। প্রকাশ্যে আনলেন তাঁদের ছেলের ছবি।

Advertisment

নুসরতের ইনস্টাস্টোরিতে দেখা গেল পরম যত্নে ছেলেকে কোলে নিয়ে বসে রয়েছেন তিনি। মমতাময়ীর চোখ খুদের মুখের দিকে। মা-ছেলের দুজনেরই ম্যাচিং পোশাক। নুসরতের পরনে বেগুনি রঙের শাড়ি আর তাঁর খুদে পরে রয়েছে বেগুনি রঙের পাঞ্জাবী। তবে সেই ছবিতে অবশ্য মুখ দেখা যায়নি। পিছন থেকে তোলা ছবি। আর তাতেই শোরগোল ফেলে দিয়েছেন অনুরাগীরা।

<আরও পড়ুন: ইয়োহানির সঙ্গে ‘মানিকে মাগে হিথে’র তালে নাচ জ্যাকলিনের, তুমুল ভাইরাল ভিডিও>

তবে ছেলের ছবি মা নুসরত নিজে শেয়ার না করলেও, বাবার ইনস্টাস্টোরিতে দেখা গেল যশরতের পুত্রসন্তানের ছবি। সেখানে অবশ্য লেখা 'ব্রাদার্স লাভ'। যশের আরেক ছেলে রিয়াংশের সঙ্গেই ছোট্ট ঈশানের ছবি শেয়ার করলেন অভিনেতা। বড় ভাইয়েরও পোশাক বেগুনি। অর্থাৎ, একসঙ্গে দুই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন বাবা যশ। প্রথমবার পুরো পরিবার একসঙ্গে শামিল হল উৎসবে।

publive-image

প্রসঙ্গত, যশ দাশগুপ্তের আগের পক্ষেরও এক ছেলে রয়েছে। একথা অনেকেরই অজানা। কারণ, সেই পুত্রসন্তানের ছবি কখনও প্রকাশ্যে আনেননি অভিনেতা। তবে এবার দীপাবলির রাতে বড়সড় ধামাকা দিলেন। প্রথমবার বড় ছেলে তো বটেই পাশাপাশি নুসরত-পুত্র ঈশানের ছবিও প্রকাশ্যে আনলেন বাবা যশ দাশগুপ্ত। অনুরাগীরা বলছেন, পরম পাওনা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Yash Dasgupta Nusrat Jahan tollywood
Advertisment