বুধবার সকাল থেকেই জোর জল্পনা শোনা যাচ্ছিল যে, আজই গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়ে চলেছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)-সহ একাধিক টলিউড তারকা। সেই জল্পনা সত্যি হল বটে! গেরুয়া শিবিরে নাম লেখালেন যশ-সহ টলিউডের দুই অভিনেত্রী পাপিয়া অধিকারী (Papiya Adhikari), সৌমিলি বিশ্বাস (Soumili Biswas)। কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, স্বপন দাশগুপ্তের উপস্থিতিতেই বুধবার গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন তাঁরা।
বিজেপিতে যোগ দিয়েই যশের মন্তব্য, "যুবসম্প্রদায়ের আরও বেশি করে রাজনীতিতে আসা উচিত দেশ-দশের উন্নতির জন্য।"
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের কথা। বিজেপির সহ-সভাপতি মুকুল রায়ের (Mukul Roy) সল্টলেকের ফ্ল্যাটে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন যশ দাশগুপ্ত। জল্পনার সূত্রপাত সেখান থেকেই। এক্ষেত্রে উল্লেখ্য গত কয়েক মাসে নুসরত ও যশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তা কিন্তু অনেকেরই নজরে পড়েছে। এর মাঝেই আবার যশ দাশগুপ্তের বিজেপিতে যোগদান। এদিকে আবার, গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের গতিবিধির উপরও কড়া নজর নুসরত জাহানের। বাজেট পেশ হোক কিংবা কৃষি বিল থেকে দেশের বাড়তে থাকা বেকারত্ব, যাবতীয় বিষয়েই তিনি বিজেপি সরকারের সমালোচনায় সরব। বলা ভাল, তৃণমূলের মুখপাত্র হিসেবে সাংসদ নুসরত জাহানের পদ্ম-বিরোধী টুইট রীতিমতো ‘সুপারহিট’! আর সেই প্রেক্ষিতেই যশের গেরুয়া মন্ত্রে দীক্ষিত হওয়ায়, তাঁর সাংসদ বন্ধুর প্রতিক্রিয়ার অপেক্ষায় রাজনৈতিকমহল।
প্রসঙ্গত, রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজ্যের শাসক দলে তারকাদের যোগদানের সংখ্যা কিন্তু বেড়েছে বই কমেনি, যা নিয়ে রাজনৈতিক মহলের অন্দরেও জোর চর্চা চলছে। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, ইন্ডাস্ট্রির আরও অনেকে বিজেপিতে যোগ দিচ্ছেন। একুশের বিধানসভা নির্বাচনে যে তারকাখচিত নির্বাচনীপ্রার্থী পদ্ম শিবিরের বড়সড় স্ট্র্যাটেজি হতে চলেছে, তা আগেভাগেই শোনা গিয়েছিল। এবার হাতে-কলমে তা করেও দেখাচ্ছে বঙ্গ বিজেপি। কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, স্বপন দাশগুপ্তের উপস্থিতিতেই বুধবার গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন পাপিয়া অধিকারী ও সৌমিলী বিশ্বাসরা। উপস্থিত ছিলেন ‘খড়কুটো’র সৌজন্য ওরফে কৌশিক রায়ও। এদিনে যোগদান মঞ্চে বিজেপির পতাকা তুলে উচ্চস্বরে জয় শ্রী রাম ধ্বনিও ছাড়লেন। দেখা টেলিভিশনের একাধিক তারকা মুখকেও।
অন্যদিকে, গতকাল মুকুল রায়ের জন্মদিনে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। সেই দলে ছিলেন সায়নী ঘোষও। সেই থেকেইন জল্পনার সূত্রপাত। তবে এখনই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন। হিরণ চট্টোপাধ্যায় ও চিরঞ্জিতের গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা শোনা গেলেও, বুধবারের যোগদান পর্বে কাউকেই দেখা গেল না।
ইতিমধ্যেই ঘাসফুল বনাম পদ্মফুলের নির্বাচনী প্রচার লড়াই শুরু হয়ে গিয়েছে। দুয়ারে একুশের নির্বাচনের জন্য সম্মুখ সমরে তৃণমূলের ‘স্টার স্ট্র্যাটেজি’ও তুঙ্গে। কাজেই সবুজ শিবিরকে টেক্কা দিতে বঙ্গ বিজেপিও বেশ গুছিয়ে ‘রণনীতি’ সাজাচ্ছে। রাজ্য-রাজনীতিতেও দল-বদলের হাওয়া। একের পর এক তৃণমূল নেতামন্ত্রী শিবির বদলাচ্ছেন। কারও গেরুয়া শিবিরে নাম লেখানোর জল্পনা হাওয়ায় ভাসছে, কেউ বা আবার রাজ্যের শাসক দলের হয়ে সুর চড়াচ্ছেন। সব মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচন এখন মধ্যমণি। এর মাঝেই নিত্যদিন তারকাদের রাজনীতিতে যোগদানের খবর প্রকাশ্যে আসছে। অতঃপর যশ দাশগুপ্তও সেই হাওয়াতেই গা ভাসিয়ে যে পদ্ম শিবিরের নির্বাচনী প্রচারের ‘স্টার ক্যান্ডিডেট’ হতে চলেছেন, তা স্পষ্ট!