/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/yash.jpg)
যশকে নিয়ে ফের চর্চা
নুসরত নয়, বরং লিফটে যশ দাঁড়িয়ে রয়েছে অন্য বলিউড অভিনেত্রীর সঙ্গে! সেকি কান্ড? আর এইসব দৃশ্য দেখেও উচ্চবাচ্য করছেন না নুসরত। উল্টে বরের কাণ্ডে গর্বিত তিনি? সোজা জানালেন সেই কথা।
যশ দাশগুপ্তর বলিউড ডেবিউ। হিন্দি ছবিতে দেখা যেতে চলেছে যশকে। দিব্যা খোসলা কুমারের বিপরীতে তাঁকে দেখা যেতে চলেছে। 'ইয়ারীয়া ২' ছবির ঘোষণা হয়েছে, গতকালই। আর আজ সেই ট্রেলার প্রকাশ্যে এনেছেন তিনি। দিব্যা খোসলা কুমার প্রথম ইয়ারিয়ার পরিচালক ছিলেন। সেখান থেকে সোজা হিরোইন। বন্ধু, পরিবারের এক অনন্য গল্প বলবে এই ছবি।
যশ, ট্রেলার প্রসঙ্গে লিখলেন... এমন এক যাত্রায় যেতে রাজি হয়ে যান যেখানে পরিবার, বন্ধু এবং কাছের বন্ধুদের নানা সময় আপনি দেখতে পাবেন। তাঁরা আপনাদের কীভাবে সঙ্গ দেন সেটাও দেখতে পাবেন। প্রোমোতে বেশ কিছু অল্প দৃশ্যেই যশকে দেখা গিয়েছে। কেউ কেউ এও জানতে চেয়েছেন যে তাঁর চরিত্রটা আসলে কী? তাঁর সঙ্গেই কি বিয়ে হওয়ার কথা দিব্যার? সেসব তিনি খোলসা করেন নি।
এদিকে, যশকে হিন্দি ছবিতে দেখে গদগদ নুসরত। বললেন, তোমার জন্য আমাদের সবসময় গর্ব হয় হানি। অনেক ভালোবাসা। তাঁকে শুভেচ্ছা জানালেন অনেকেই। পরিচালক রামকমল মুখোপাধ্যায় থেকে সাধারণ মানুষের, বিশেষ করে অনুরাগীদের উত্তেজনার শেষ নেই।