/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/SRK-yash.jpg)
যশরাজ ফিল্মস-এর মসিহা 'পাঠান' শাহরুখ খান-ই
বাইশে সময়টা মোটেই ভাল যায়নি যশরাজ ফিল্মস-এর। ক্যাশবাক্সে লক্ষ্মীলাভ তো দূর অস্ত, একাধিক তারকাখচিত বিদ বাজেট সিনেমাগুলোও মুখ থুবড়ে পড়েছে। একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে ধুঁকছিল প্রযোজনা সংস্থার কোষাগার। অতিমারী উত্তর পর্বে বক্সঅফিসের মার্কশিটেও ভাল নম্বর ছিল না! তবে 'গেমচেঞ্জার' শাহরুখ খানের হাত ধরেই যশরাজের ভাঁড়ার এখন চাঙ্গা। সৌজন্যে 'পাঠান'।
বাইশে গণেশ উল্টালেও তেইশের শুরুতেই একেবারে রমরমিয়ে গোটা বিশ্বে ব্যবসা করছে যশরাজ ফিল্মস-এর 'পাঠান'। বক্সঅফিস রিপোর্ট বলছে, আন্তর্জাতিক ময়দানেও ২০২৩ সালের সবথেকে বড় ৫ সুপারহিট ফিল্মের তকমা পেতে চলেছে শাহরুখের এই ছবি। তবে অতিমারীর আগে ও পরে লোকসানের ঘাটতি পূরণ করতে এবার পাঠানকেই হাতিয়ার করল প্রযোজনা সংস্থা। ব্যবসা আরও বাড়াতে ফাঁদল নয়া স্ট্র্যাটেজি। কী সেটা?
রিলিজের ২ সপ্তাহ পরেও দেশে তথা বিদেশে এখন রমরমিয়ে চলছে 'পাঠান'। মাত্র ১৪ দিনেই ৮৫০ কোটির ওপর ব্যবসা করেছে। উল্লেখ্য, মেট্রো সিটিগুলিতে এবং বাইরের দেশে হাঁকিয়ে টিকিটের দাম বাড়ানো হয়েছিল প্রথম থেকেই। কোথাও ২০০০ টাকায় টিকিট বিকেছে তো কোথাও বা আবার ছোট মাল্টিপ্লেক্সগুলোয় ৬০০ টাকার ওপর টিকিটের দাম ধার্য করা হয়েছিল। তবে প্রথম দেড় সপ্তাহ বক্সঅফিসে দুরন্ত গতিতে দৌঁড়লেও এখনকার রেশ বেশ স্লথ।
<আরও পড়ুন: গাড়ির ছাদে রং মেখে হুল্লোড়! কলকাতার ভিডিও দেখে শাহরুখ বলছেন, ‘ভাই বেশি..’>
‘PATHAAN’: YRF DROPS TICKET RATES AT NATIONAL CHAINS… #YRF has decided to reduce ticket rates at national chains to make cinema-going experience more affordable in *Week 2*
… Resultantly, the admits on Monday are similar to Friday … pic.twitter.com/oldn22vXgF — taran adarsh (@taran_adarsh) February 7, 2023
বক্সঅফিস চার্টে চোখ রাখলেই দেখা যাবে, ১২ দিনের পর থেকে ব্যবসার গ্রাফ আগের নীরিখে খুব একটা বাড়েনি। আর তাই দর্শকদের হলমুখো করতে নয়া কৌশল নিয়ে এল যশরাজ। চড়চড়িয়ে 'পাঠান'-এর টিকিটের দাম কমল। যে নির্দেশ এল সোজা প্রযোজনা সংস্থার ঘর থেকে। সিনেবাণিজ্য ব্লিশ্লেষক তরণ আদর্শ-ই টুইট করে এই সুখবর দিয়েছেন। লিখেছেন, "যশরাজ ফিল্মসের তরফে জাতীয় স্তরে 'পাঠান'-এর টিকিটের দাম কমানো হয়েছে। দর্শকরা যাতে আরও বেশি করে সিনেমা উপভোগ করতে পারে, সেইজন্যই এমন সিদ্ধান্ত। এই সপ্তাহান্তে 'পাঠান'-এর টিকিটের দাম আর বাড়ছে না।" প্রসঙ্গত, দিল্লি-মুম্বইয়ের প্রেক্ষাগৃহগুলিতে ইতিমধ্যেই লাঘু হয়েছে এই নির্দেশ।