ব্যবসা বাড়াতে নয়া স্ট্র্যাটেজি, চড়চড়িয়ে দাম কমল 'পাঠান'-এর টিকিটের, Box Office-এ বাজিমাত!: Yash Raj Films dropped Shah Rukh Khan' Pathaan ticket prices | Indian Express Bangla

ব্যবসা বাড়াতে নয়া স্ট্র্যাটেজি, চড়চড়িয়ে দাম কমল ‘পাঠান’-এর টিকিটের, Box Office-এ বাজিমাত!

কেন টাকা কামানোর নয়া কৌশল ফাঁদল Yash Raj? পড়ুন।

SHAH RUKH KHAN, Yash Raj Films, DEEPIKA PADUKONE, PATHAAN, Shah Rukh Deepika, SRK Kolkata fans, PATHAAN BOX OFFICE COLLECTION, JOHN ABRAHAM, PATHAAN NEWS, PATHAAN SHAH RUKH KHAN, PATHAAN BOX OFFICE RECORD, PATHAAN YASH RAJ FILM, PATHAAN SHAH RUKH COMBACK, PATHAAN RECORDS, SRK PATHAAN, PATHAAN HALL LIST, PATHAAN SHOW TIME, BOLLYWOOD NEWS ON PATHAAN , TOLLYWOOD NEWS ON PATHAAN, SRK, SRK UNIVERSE, SRK FAN WORLD, bollywood news, bolly world news, শাহরুখ খান, পাঠান, যশরাজ ফিল্মস, দীপিকা পাড়ুকোন, শাহরুখ দীপিকা জন, পাঠান বক্সঅফিস, পাঠান রেকর্ড, পাঠান রিভিউ, শাহরুখ দীপিকা, সলমন খান, শাহরুখ সলমন, পাঠান রেকর্ড, বলিউডের খবর, কলকাতার খবর
যশরাজ ফিল্মস-এর মসিহা 'পাঠান' শাহরুখ খান-ই

বাইশে সময়টা মোটেই ভাল যায়নি যশরাজ ফিল্মস-এর। ক্যাশবাক্সে লক্ষ্মীলাভ তো দূর অস্ত, একাধিক তারকাখচিত বিদ বাজেট সিনেমাগুলোও মুখ থুবড়ে পড়েছে। একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে ধুঁকছিল প্রযোজনা সংস্থার কোষাগার। অতিমারী উত্তর পর্বে বক্সঅফিসের মার্কশিটেও ভাল নম্বর ছিল না! তবে ‘গেমচেঞ্জার’ শাহরুখ খানের হাত ধরেই যশরাজের ভাঁড়ার এখন চাঙ্গা। সৌজন্যে ‘পাঠান’।

বাইশে গণেশ উল্টালেও তেইশের শুরুতেই একেবারে রমরমিয়ে গোটা বিশ্বে ব্যবসা করছে যশরাজ ফিল্মস-এর ‘পাঠান’। বক্সঅফিস রিপোর্ট বলছে, আন্তর্জাতিক ময়দানেও ২০২৩ সালের সবথেকে বড় ৫ সুপারহিট ফিল্মের তকমা পেতে চলেছে শাহরুখের এই ছবি। তবে অতিমারীর আগে ও পরে লোকসানের ঘাটতি পূরণ করতে এবার পাঠানকেই হাতিয়ার করল প্রযোজনা সংস্থা। ব্যবসা আরও বাড়াতে ফাঁদল নয়া স্ট্র্যাটেজি। কী সেটা?

রিলিজের ২ সপ্তাহ পরেও দেশে তথা বিদেশে এখন রমরমিয়ে চলছে ‘পাঠান’। মাত্র ১৪ দিনেই ৮৫০ কোটির ওপর ব্যবসা করেছে। উল্লেখ্য, মেট্রো সিটিগুলিতে এবং বাইরের দেশে হাঁকিয়ে টিকিটের দাম বাড়ানো হয়েছিল প্রথম থেকেই। কোথাও ২০০০ টাকায় টিকিট বিকেছে তো কোথাও বা আবার ছোট মাল্টিপ্লেক্সগুলোয় ৬০০ টাকার ওপর টিকিটের দাম ধার্য করা হয়েছিল। তবে প্রথম দেড় সপ্তাহ বক্সঅফিসে দুরন্ত গতিতে দৌঁড়লেও এখনকার রেশ বেশ স্লথ।

[আরও পড়ুন: গাড়ির ছাদে রং মেখে হুল্লোড়! কলকাতার ভিডিও দেখে শাহরুখ বলছেন, ‘ভাই বেশি..’]

বক্সঅফিস চার্টে চোখ রাখলেই দেখা যাবে, ১২ দিনের পর থেকে ব্যবসার গ্রাফ আগের নীরিখে খুব একটা বাড়েনি। আর তাই দর্শকদের হলমুখো করতে নয়া কৌশল নিয়ে এল যশরাজ। চড়চড়িয়ে ‘পাঠান’-এর টিকিটের দাম কমল। যে নির্দেশ এল সোজা প্রযোজনা সংস্থার ঘর থেকে। সিনেবাণিজ্য ব্লিশ্লেষক তরণ আদর্শ-ই টুইট করে এই সুখবর দিয়েছেন। লিখেছেন, “যশরাজ ফিল্মসের তরফে জাতীয় স্তরে ‘পাঠান’-এর টিকিটের দাম কমানো হয়েছে। দর্শকরা যাতে আরও বেশি করে সিনেমা উপভোগ করতে পারে, সেইজন্যই এমন সিদ্ধান্ত। এই সপ্তাহান্তে ‘পাঠান’-এর টিকিটের দাম আর বাড়ছে না।” প্রসঙ্গত, দিল্লি-মুম্বইয়ের প্রেক্ষাগৃহগুলিতে ইতিমধ্যেই লাঘু হয়েছে এই নির্দেশ।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Yash raj films dropped shah rukh khan pathaan ticket prices

Next Story
‘সন্ধ্যে ৭টায় জলু কাকু..’, প্রকাশ্যে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের’ প্রোমো, দিন গুনছেন সিরিয়ালপ্রেমীরা