উৎসাহী চোখ এড়িয়ে সান ডে লাঞ্চে যশ-নুসরত? দুই তারকার ইনস্টাগ্রাম পোস্টে জোর জল্পনা

Nusrat-Yash: নীল-সাদা রঙের লম্বা ঝুলের পোশাক পরে রেস্তরাঁর সোফায় বসে নুসরত। মুখে হাসি, চোখে প্রশান্তি।অন্য দিকে সাদা-সবুজ রঙের শার্টে যশ।

Nusrat-Yash: নীল-সাদা রঙের লম্বা ঝুলের পোশাক পরে রেস্তরাঁর সোফায় বসে নুসরত। মুখে হাসি, চোখে প্রশান্তি।অন্য দিকে সাদা-সবুজ রঙের শার্টে যশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Nusrat Jahan, Yash Dasgupta, Nusrat Jahan pregnancy, Nusrat Jahan in hospital, নুসরত জাহান, মা হচ্ছেন নুসরত, bengali news today

কবে হাসপাতালে ভর্তি হচ্ছেন নুসরত? ফাঁস করেন সঙ্গী যশ

Nusrat-Yash: গত সপ্তাহে বৃষ্টির বিকেলে হাত ধরে নুসরতকে রাস্তা পার করিয়ে দিয়েছিলেন যশ দাশগুপ্ত। সেই ছবি বহু জল্পনায় জল ঢেলে দিয়েছিল। ভালবাসার মানুষকে আগলে রাখার উদাহরণ খাড়া করেন যশ। এমন আলোচনা ছিল নেট দুনিয়ায়। এবার এই দুই জন নেট মাধ্যমে ধরা দিলেন একটু লুকোচুরি খেলেন। রবিবার বিকেলে দু’জনেই শহরের কোনও এক রেস্তোরাঁয় উপস্থিত। তাঁদের ইনস্টাগ্রাম ছবি থেকেই স্পষ্ট। কিন্তু একসঙ্গে একই রেস্তোরাঁয় না পৃথকভাবে দুটি রেস্তোরাঁয় ছুটির দুপুরের লাঞ্চ সেরেছেন স্পষ্ট নয়। তবে তাঁদের ছবির নীচের ক্যাপশন প্রায় এক।

Advertisment

তবে তাঁদের এই ছবি দেখে বিশেষ আপ্লুত ওপর এক তারকা সাংসদ মিমি চক্রবর্তী। নুসরতের চেহারায় মাতৃত্বের ছাপ দেখে তাঁরা বেশ আপ্লুত। নুসরতের ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে, নীল-সাদা রঙের লম্বা ঝুলের পোশাক পরে রেস্তরাঁর সোফায় বসে  নুসরত। মুখে হাসি।

 অন্য দিকে সাদা-সবুজ রঙের শার্টে যশ। তাঁরও মুখে হাসি। চোখ ঢাকা কালো চশমায়। তিনিও দাঁড়িয়ে রয়েছেন কোনও এক রেস্তরাঁর ছাদে। পাশে টেবিল-চেয়ার সাজানো। দু’জনের ক্যাপশনেই লেখা ‘সানডেয়িং’। অর্থাৎ ছুটির দিনের আমেজ নিচ্ছেন তাঁরা। যদিও নুসরত তাঁর ছবির তলায় কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। যা থেকে স্পষ্ট  দুপুরের খাবার খেয়ে তাঁর মন তৃপ্ত। সেই ছবির তলায় নুসরতকে প্রশংসা করে আবার মিমির মন্তব্য লিখেছেন, ‘প্রিটি’, অর্থাৎ মিষ্টি।

Advertisment

গত বুধবার এই দুই তারকা যুগলের ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। বৃষ্টিভেজা শহরের রাস্তায় দেখা গিয়েছিল হাতে হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন যশ এবং নুসরত। পার্ক স্ট্রিটের প্রাচীন এবং বিখ্যাত এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন তাঁরা।সেই ভিডিয়োয় দেখা গিয়েছিল, যশ ও নুসরত রেস্তরাঁয় বসে খাওয়া-দাওয়া সারছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Bengali Film yash Mimi Chakraborty Nusrat Yashrat MP-Actor