Yogesh Mahajan Death Reason:বিনোদন জগতের খারাপ সময় যেন কিছুতেই কাটছে না। পতৌদি নবাব সইফ আলি খানকে বাড়িতে ঢুকে হামলা করা হয়। চিকিৎসার পর এখন সুস্থ আছেন রিয়েল লাইফ এজেন্ট বিনোদ। কিন্তু, সম্প্রতি অডিশন দিতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তরুণ তুর্কি এক টেলি অভিনেতার। আগে সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে হোটেলে রহস্য মৃত্যু হয় জনপ্রিয় টেলি অভিনেতার।
প্রায় সেইরকমই ঘটনার ছায়া টেলি দুনিয়ায়। ১৯ জানুয়ারি উমেরগাঁওর ফ্ল্যাট থেকে উদ্ধার হল টেলি অভিনেতা যোগেশ মহাজনের নিথর দেহ। তিনিও শিব শক্তি ধারাবাহিকের শ্যুটিং করছিলেন। শ্যুটিংয়ের মাঝেই অসুস্থ বোধ করছিলেন অভিনেতা। তিনি সেট ছেড়ে ফ্ল্যাটে চলে যান। পরে যখন ক্রিউ মেম্বাররা সেখানে পৌঁছান তখন তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।
সঙ্গে সঙ্গে তাঁকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যোগেশের সহ অভিনতা আকাঙ্খা রাওয়াত ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, 'খুব ভাল মনের একজন মানুষ ছিলেন। প্রায় এক বছরের বেশি সময় আমরা একসঙ্গে শ্যুটিং করছিলাম। কিন্তু, আচমকা এইরকম কিছু ঘটে যাবে আমরা কেউ ভাবতে পারছি না।' ২০ জানুয়ারি শেষ কৃত্য যোগেশ মহাজনের।
Mumbaiche Shahane ও Samsarachi Maya-এই দুটি মারাঠি ছবির জন্যও সুখ্যাতি অর্জন করেছিলেন যোগেশ। স্ত্রী ও সাত বছরের পুত্র সন্তানকে রেখে গেলেন যোগেশ। শিব শক্তি ধারাবাহিকে অভিনয় করছিলেন। মিডিয়া রিপোর্ট মোতাবেক, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
একাধিক হিন্দি মেগায় অভিনয়ের সুবাদে দর্শকমহলে দারুণ জনপ্রিয় ছিলেন যোগেশ মহাজন। পপুলার টিভি শো আদালত, জয় শ্রী কৃষ্ণ, চক্রবর্তীন অশোক সম্রাট ও দেভন কে দেব সহ আরও বেশ কিছু সিরিয়াল। প্রয়াত অভিনেতার কো-স্টার সুজানে বার্নেট তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
যোগেশের মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। সুজানে বলেন, 'আমি এখনও বিশ্বাসই করতে পারছি না। এত ভাল একজন মানুষ অভিনেতা ছিলেন...। ক্যামেরার পিছনে খুব মজা করতেন। পজিটিভ মনের মানুষ ছিলেন। আমি হায়দরাবাদে রয়েছি। খবরটা পেয়ে চমকে গেলাম।'
তিনি আরও বলেন, 'অনেক সময় আমরা ওঁর বা আমার গাড়িতে ঘুরতে গিয়েছি। আমরা একজন ভাল অভিনেতাকে হারালাম। ওঁর জায়গায় অন্য কেউ সেই চরিত্রে অভিনয় করবে। কিন্তু, সেই বন্ডিংটা তৈরি হবে না। আমার বন্ধু ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।'