/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/salman-khan.jpg)
ইয়োহানির থেকে 'মানিকে মাগে হিথে' শিখতে এ কী কাণ্ড করলেন সলমন!
সিংহলি ভাষা না বুঝলেও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মানিকে মাগে হিথে’ (Manike Mage Hithe)। আট থেকে আশি সবার মুখেই এই এক গান। যার নেপথ্যে শ্রীলঙ্কান তরুণী ইয়োহানি ডিলোকা ডি সিলভার (Yohani Diloka De Silva)। গত এক মাস ধরে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে দাঁড়িয়েছেন। ভারতের শিল্পীরাও ‘মানিকে মাগে হিথে’র সঙ্গে তাল মিলিয়ে নয়া ভার্সন বের করেছেন। এককথায় ইয়োহানির জনপ্রিয়তা বর্তমান তুঙ্গে। আর শ্রীলঙ্কান এই গায়িকাই এবার বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan) সঙ্গে এক মঞ্চে। নেপথ্যে 'বিগ বস ১৫' (Bigg Boss 15)।
সদ্য, 'বিগ বস ১৫'-এ বিশেষ অতিথি হিসেবে শো মাতাতে হাজির হয়েছিলেন ইয়োহানি। আর সেখানেই তাঁর মিষ্টি মধুর কণ্ঠে সলমনকে শোনাচ্ছিলেন ‘মানিকে মাগে হিথে’। গুনগুন করে গান করার ইচ্ছেপ্রকাশ করেন সঞ্চালক সলমনও। আবদার করে বসেন ইয়োহানির কাছে যে তিনি যেন লিরিকসগুলো ঘরে ধরে শেখান। ব্যস! তাতেই কুপোকাত ছাত্র সলমন খান। মানিকে মাগে হিথে গাইতে গিয়ে শ্রীদেবীর নামও উচ্চারণ করে ফেললেন। তৎক্ষণাৎ গায়িকা তো হেসে অস্থির। 'বিগ বস' সিজন ১৫'র সেই প্রোমোই এখন ভাইরাল নেটদুনিয়ায়। ভাইজান-অনুরাগীরাও মজেছেন তাঁর কণ্ঠে জনপ্রিয় সিংহলি গানের ভুল উচ্চারণে।
<আরও পড়ুন: গোলমাল? পুজোর ভিডিও তৈরি করতে গিয়ে কুপোকাত আবির!>
প্রসঙ্গত, এক সপ্তাহ হল শুরু হয়ে গিয়েছে 'বিগ বস ১৫'। সপ্তাহান্তের বিশেষ পর্বে যোগ দিয়েছেন 'বিগ বস'-এর প্রাক্তন প্রতিযোগী রাহুল বৈদ্য, নিকি তাম্বোলি, করণ প্যাটেলরা। এছাড়াও দেখা যাবে অর্জুন বিজলানি, আস্থা গিল, নিয়া শর্মা ও ধবনী ভানুশালীকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন