Advertisment
Presenting Partner
Desktop GIF

জানতেন কি বলিউড ছাড়তে চেয়েছিলেন অভিষেক! সেই খারাপ সময়ে কে ছিল তাঁর মেন্টর?

সেই সময় অমিতাভ ছেলেকে বলেছিল, ‘ছোট-বড়, গুরুত্বপূর্ণ, গুরুত্বহীন যে রোল পাবে, সেটাই নেবে। দেখবে সব ঠিক হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Bacchan, Amitabh bacchan, Disney+, Harshad mehta

রিফিউজির পর প্রাপ্তির খাতা ছিল শূন্য। পরপর এক ডজন ছবি ফ্লপ। রিভিউ জুড়ে সমালোচনা। যোগ্য বাবার ছেলে না হয়ে উঠতে পাড়ার খোঁচা। এই পরিবেশে অভিনয় ছাড়ার প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অভিষেক বচ্চন। কিন্তু সেই সময় তাঁর মেন্টর হিসেবে পাশে দাঁড়িয়ে তাঁকে অক্সিজেন জুগিয়ে গিয়েছেন সিনিয়র বচ্চন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জুনিয়র বচ্চনের কামব্যাকের পিছনে তাঁর পপস তথা বাবার ভূমিকা নিয়ে অকপট ছিলেন অভিষেক। ডিজনি+ হটস্টারে স্ট্রিমিং হচ্ছে বিগ বুল। হর্ষদ মেটার জীবনী নিয়ে এই সিরিজ। যার মুখ্য চরিত্রে অভিষেকই।

Advertisment

সেই ওয়েব সিরিজের সাফল্য নিয়ে আরজে সিদ্ধার্থ কাননকে সাক্ষাৎকার দিয়েছেন অভিষেক। সেই সাক্ষাৎকারে ব্যর্থ জীবনে কীভাবে আশার আলো দেখিয়েছিলেন অমিতাভ বচ্চন, সেই প্রসঙ্গ টেনেছেন অভিষেক বচ্চন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গণমাধ্যমে ব্যর্থতা জীবনের অত্যন্ত কঠিন একটা সময়। সে সময় সামাজিক মাধ্যম ছিল না। কিন্তু আমি সংবাদমাধ্যমে পড়তাম আমাকে নিয়ে কীভাবে সমালোচনা হয়েছে। অনেকে এটাও বলেছে আমি অভিনয় একদমই জানি না।‘

তিনি আরও বলেছেন, ‘একটা সময় মনে হয়েছিল অভিনয় ছেড়ে দিই, সিনেমার জগৎ থেকে নিজেকে সরিয়ে নিই। আমারই ভুল ছিল এই পেশা নির্বাচন। আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি। আমার সিদ্ধান্ত জানাতে ড্যাডের কাছে গিয়েছিলাম। তখন বাবাকে আমাকে শক্তি জোগান। বলেছিলেন হাতের সামনে সব  পেয়ে যাবে বলে আমি তোমাকে বড় করিনি। প্রতি সকালে উঠে চড়া সূর্যের নিচেই তোমাকে জমি খুঁজে পেতে লড়তে হবে। অভিনেতা হিসেবে তুমি ক্রমশ উন্নতি করছো।‘

সেই সময় অমিতাভ ছেলেকে বলেছিল, ‘ছোট-বড়, গুরুত্বপূর্ণ, গুরুত্বহীন যে রোল পাবে, সেটাই নেবে। দেখবে সব ঠিক হয়ে গিয়েছে।‘

Abhishek Bacchan Amitabh bacchan Disney+ Harshad mehta
Advertisment