Armaan Malik: চার বিয়ের অভিযোগে বিপাকে! আরমান মালিকের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার মামলাও দায়ের

Armaan Malik: তাঁদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। দুটি পৃথক মামলায় পাতিয়ালা জেলা আদালত কর্তৃক তাঁদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে...

Armaan Malik: তাঁদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। দুটি পৃথক মামলায় পাতিয়ালা জেলা আদালত কর্তৃক তাঁদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
armaan

যে কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হল...

একই বাড়িতে থাকেন দুই স্ত্রী। তাঁদের সন্তানরাও সব একসঙ্গে বেড়ে উঠছেন। দুই স্ত্রী আসলে পরস্পরের বন্ধু। সেই সুত্রেই আলাপ এবং বিয়ে। এক স্ত্রী থাকতেই আরেকজনকে বিয়ে করেন আরমান। এবং হিন্দু ম্যারেজ অ্যাক্টের অপমান করেছেন সেই ব্যক্তি- তাই এবার ভয়ঙ্কর মামলায় ফেঁসেছেন তিনি। প্রসঙ্গে বিগ বস এবং ওটিটি খ্যাত আরমান মালিক। 

Advertisment

তাঁর দুই স্ত্রী কৃতিকা এবং পায়েল- দুজনেই একসঙ্গে থাকেন। এবং তিনজনেই একসঙ্গে বিগ-বসে গিয়েছিলেন। সেখান থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা কেলেঙ্কারি কানে আসে। এমনকি, এও শোনা যায় পায়েলের সঙ্গে নাকি বেশ কিছুদিন তু তু ম্যায় ম্যায় পর্যন্ত হয়েছে আরমানের। এবার, তাঁদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। দুটি পৃথক মামলায় পাতিয়ালা জেলা আদালত কর্তৃক তাঁদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। 

আদালত তিনজনকেই ২ সেপ্টেম্বরের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ মিলেছে। তাঁর, দুই স্ত্রী এবং একাধিক বিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত, এমনটাই দবি করা হয়েছে। 

কী বলা হয়েছে? 

Advertisment

দবিন্দর রাজপুতের দায়ের করা এক মামলার প্রেক্ষিতে এই সমন জারি করা হয়েছে। তার অভিযোগ, আরমান মালিক শুধু দুটি নয়, বরং চারটি বিয়ে করেছেন। যা হিন্দু বিবাহ আইন ভঙ্গের শামিল। এই আইন অনুযায়ী, হিন্দু ধর্ম অনুসারীরা এক সময়ে কেবল একটি বৈবাহিক সম্পর্কেই আবদ্ধ থাকতে পারেন। 

বহুবিবাহের অভিযোগ ছাড়াও, আবেদনে আরমান ও পায়েলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পায়েল ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে হিন্দু দেবী কালীর সাজে উপস্থিত হন, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। আবেদনকারীর দাবি, এই আচরণ ধর্মীয় বিশ্বাসের অবমাননা এবং ভারতীয় আইনে এটি শাস্তিযোগ্য অপরাধ।

ঘটনার পরিপ্রেক্ষিতে, আরমান ও পায়েল মালিক জনসমক্ষে প্রায়শ্চিত্তের উদ্যোগ নেন। ২২ জুলাই তারা পাতিয়ালার কালী মাতা মন্দিরে গিয়ে প্রার্থনা করেন এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

bollywood Entertainment News Entertainment News Today