Kiran Dutta-The Bong Guy: তিনি বাংলা ইউটিউব কমিউনিটির অন্যতম কন্টেন্ট ক্রিয়েটার। বহু সুন্দর কন্টেন্ট যেমন তিনি উপহার দিয়েছেন, ঠিক তেমনই সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বহুদিন পর তিনি মুখ খুলেছিলেন। তাঁর প্রেমিকাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ফের একবার নিজের এমন এক কথা তিনি সকলের সঙ্গে শেয়ার করেছেন।
কিরণ দত্ত, এখন ইউটিউবের একটি ব্র্যান্ড। তাঁর কন্টেন্টের সঙ্গে সঙ্গে বেশিরভাগ সময়ই ভাইরাল হয়, তাঁর ট্রোলিং ভিডিও। আর এবার তিনি এক সাক্ষাৎকারে উত্তর দিয়েছেন নানা প্রশ্নের। ইউটিউবার কমিউনিটির সঙ্গে এখন ইন্ডাস্ট্রির ঘোরতর যোগ আছে। নানা সময়ে ইউটিউবাররা সিনেমা এবং সিরিজে কাজ করে থাকেন। কিন্তু, বং গাই অর্থাৎ কিরণ দত্তের জীবনে কি সত্যিই সেরকম কোনও নায়িকা আছেন, যাদের থেকে দুষ্টু Whats App মেসেজ পান তিনি?
বেশিরভাগই জানেন তাঁর প্রেমিকা সর্ম্পকে? কিন্তু নায়িকাদের সঙ্গে মধ্যরাতে তাঁর কথা হয়? কিরণ, হাসির ছলে বলেন, ওই যে কথায় আছে না, নিজের আইডলদের সঙ্গে কোনোদিন দেখা হওয়া উচিত না, আমার ক্ষেত্রেও তাই হয়েছে? কিরণ রেখেঢেকে কথা বলতে একেবারেই পছন্দ করেন না। কিন্তু, তাই বলে যে কোন নায়িকা কী মেসেজ করলেন, সেটা তিনি বলে দেবেন, এমনটাও নয়। সেকারণেই তাঁকে যখন জিজ্ঞেস করা হল, তিনি কোনও নায়িকার থেকে দুষ্টু মেসেজ পান কিনা? উত্তরে সাফ বললেন...
আরও পড়ুন - Neena Gupta: শিক্ষিত হয়ে মেয়েরা কাজ করলেই ধর্ষিতা হবেঃ নীনা গুপ্তা
"হ্যাঁ পাই! নাম নেব না। কিন্তু, হয় না, আমার বেশ ভাল লাগত কিছু অভিনেত্রীকে। তাঁরা এবার মেসেজ করল, কথা বলতে শুরু করলাম, রাত বিরেতে। রাত ১২-১ টা, কিন্তু, আমার না এরপর আর তাঁদেরকে ভাল লাগল না। কেন জানি না। কিন্তু, যাদের সঙ্গে কথা হয়, তাঁদের আমার বউ ও চেনে।" খোলাখুলি তাঁর প্রেম সম্পর্কেও তিনি কথা বললেন।
হবু শ্বশুরবাড়িতে কার সঙ্গে ঝগড়া তাঁর? বা কার জন্য বিয়েটা ভেঙে যেতে পারে? ইউটিউবার সাফ বললেন, "একটাই তো মেয়ে। আমি তো জেনে বুঝেই করেছি না। কারওর সঙ্গে এমনি ক্যাচাল নেই।"