Durga Puja Mahasaptami: মামার বাড়ির পুজোয় আদুরে যুগ, কাজল পুত্রর কান্ডকীর্তি ভাইরাল

রানী এবং কাজলের হাত ধরেই পুজোর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বাড়ির ছেলে অয়ন মুখোপাধ্যায়। তাঁকে নিয়েই বেশ দেদার মজা করছেন দুই দিদি। কিন্তু, গতকাল দেখা গেল একদম অন্য দৃশ্য।

রানী এবং কাজলের হাত ধরেই পুজোর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বাড়ির ছেলে অয়ন মুখোপাধ্যায়। তাঁকে নিয়েই বেশ দেদার মজা করছেন দুই দিদি। কিন্তু, গতকাল দেখা গেল একদম অন্য দৃশ্য।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
yug

কেমন কাটছে কাজলের পুজো?

আজ মহা সপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে দেবী দুগ্গার আরাধনা। এসময়, শুধু বাংলায় নয় বরং গোটা ভারতের বুকেই দেবী আরাধনা চলে। রীতি মেনে এবছর কাজল-রানী মুখোপাধ্যায়ের বাড়িতেও চলছে পুজো। যদিও গতবছর মুখুজ্জে বাড়ির দুই শীর্ষ কর্তা গত হয়েছেন। এবং, তাঁদের কমতি সর্বত্রই বিদ্যমান। কিন্তু, এই প্রজন্ম বেশ ভালমতোই এগিয়ে নিয়ে যাচ্ছে পুজো।

Advertisment

রানী এবং কাজলের হাত ধরেই পুজোর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বাড়ির ছেলে অয়ন মুখোপাধ্যায়। তাঁকে নিয়েই বেশ দেদার মজা করছেন দুই দিদি। কিন্তু, গতকাল দেখা গেল একদম অন্য দৃশ্য। কাজল সেখানে লাল শাড়িতে উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন তার দুই সন্তান। মামার বাড়ির পুজোয় এবার তার মেয়ে নাইসাকেও দেখা গেল। 

মায়ের সঙ্গেই তাঁরা মণ্ডপে প্রবেশ করলেন। বেদিতে বসে তাঁরা মায়ের আশীর্বাদ নিলেন। কিন্তু, নজর কেড়েছে কয়েকটি বিষয়। অর্থাৎ? কাজলের ছেলেমেয়েদের সঙ্গে বেশ কয়েকিট সুন্দর দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। বেদিতে বসেই ছেলেকে পুজোর নিয়ম বোঝাচ্ছিলেন অভিনেত্রী। যুগ এর আগেও বহুবার পুজোর সময় নজর কেড়েছেন। কখনও খাবার পরিবেশন করেছেন আবার কখনও মা-মাসিদের সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছে তাঁকে। 

Advertisment

তবে, গতকাল পুজোর বেদিতে দেখা গেল মা এবং দিদির সঙ্গে বসে বেশ আদরে-ভালবাসায় ভরালেন তাঁদের। মাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেতে দেখা গেল তাঁকে। অন্যদিকে দিদি। ভাইের সঙ্গে তাঁকেও দেখা গেল খুনসুটি করতে। দিদি ভাইকে চুমুতে ভরালেন। সেই দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল। এবং এই দৃশ্য দেখেই কেউ বলছেন, "যাক, মায়ের মনমতো তার ছেলে।" আবার কেউ বলছেন, "ছেলেকে ভাল শিক্ষাই দিচ্ছেন তিনি।" 

kajol Durga Puja