Subhashree-Yuvaan: মায়ের জন্য হৃদয় ছিঁড়ে বের করে আনলেন ইউভান, দেখেই চোখ ছলছল শুভশ্রীর...

Yuvaan and Shubhasree: মায়ের জন্য কী করল একরত্তি?

Yuvaan and Shubhasree: মায়ের জন্য কী করল একরত্তি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Yuvaan gifted Subhashree a beautiful gift tollywood entertainment news

Yuvaan-shubhashree: ছেলেকে নিয়ে কী বললেন শুভ?

শুভশ্রী গঙ্গোপাধ্যায় মানেই নতুন কিছু। তিনি কাজের দিকেও যেমন নিত্য নতুন কিছু ভেবে চলেছেন তেমনই তাঁর ব্যক্তিগত জীবনে হচ্ছে নানা কিছু। ছেলেকে নিয়ে এবার এক দারুণ তথ্য দিলেন তিনি। 

Advertisment

মাতৃ দিবস উপলক্ষেই অভিনেত্রী দেখালেন এমন এক উপহার, যাতে ইউভানের ( Yuvaan Chkraborty ) প্রশংসা না করে উপায় নেই। সে একজন যথেষ্ট বড়। মায়ের যত্ন নিতে পারে। ছোট বোনের যত্ন নিতেও শিখেছে সে। মাকে এমন একটি উপহার দিলেন যে শুভ সকলকে না দেখিয়ে পারলেন না। 

একরত্তিকে নিয়ে নানা আলোচনা হয় সবসময়। সে তাঁর কান্ড কীর্তির জোরেই আলোচনায় থাকেন সবসময়। আর এবার, অভিনেত্রী ছেলের দেওয়া প্রথম উপহার দেখালেন সবাইকে। কী দিলেন মাকে তিনি? ছেলের উপহার পেয়ে বেশ আনন্দে তিনি। 

Advertisment

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি। মাকে কার্ড দিয়েছে ইউভান। যার একদম ওপরে লেখা, "মা, তোমায় খুব ভালবাসি।" হলুদ রঙের কার্ডের ভেতরে হৃদয় আঁকলেন ইউভান। আর তাতেই অভিনেত্রীর আনন্দের শেষ নেই। ছেলের দেওয়া প্রথম উপহার যত্ন করে রাখতেই হবে। তাই তিনি লিখলেন, "আমার প্রথম উপহার আমার প্রাণের কাছ থেকে"। 

উল্লেখ্য, অভিনেত্রী কিন্তু নতুন কাজে হাত দিয়েছেন। শুধু তাই নয়, তিনি অনেকদিন পর SVF এর সঙ্গে জুড়েছেন। সামনেই আসছে বাবলি। 

tollywood Subhasree Ganguly Entertainment News Yuvaan