Yuvaan Play with Mud: রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ছেলে মেয়েকে যেভাবে বড় করছেন, অনেক তারকাই পারেন না। তার একটাই কারণ, সেলিব্রেটির পক্ষে ছেলে মেয়েকে এইভাবে মাটির কাছে পৌঁছে দেওয়ার সহজে সবার পক্ষে সম্ভব না। কিন্তু রাজ এবং শুভশ্রী ঠিক সেটাই করছেন।
সফলতা এবং খ্যাতি, মানুষকে মাটি থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু শিশুরা একদম আলাদা। তাঁদের মধ্যে না থাকে তারকাকসুলভ আচরণ না থাকে বাহ্যিক পরিস্থিতি জানার ক্ষমতা। রাজ আজও ছেলের একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ইউভান নিজের মতই খেলতে ব্যস্ত। দেশের বাড়িতে, তাঁর দুষ্টুমি দেখলে মন ভালো হয়ে যাবে সকলের। দীর্ঘদিন ব্যস্ত ছিলেন ছবির কাজে। সন্তান সাফল্যের পর এখন যখন একটু হাত পা ঝাড়া, তখন রাজ চক্রবর্তী তার কাঁচরাপাড়ার বাড়িতে গিয়েছেন।
রাজের সেই বাড়িতে ইউভানের মুখে ভাত হয়েছিল। বাগান থেকে পুকুর আর পাচটা মফস্বলের বাড়িতে যেরকম পরিবেশ হয়, রাজ চক্রবর্তীর এই বাড়িও সেই রকমই। শেষ কিছুদিন তারা সেখানেই পরিবার নিয়ে রয়েছেন। সঙ্গে রয়েছেন তাঁর ছানাপোনারা এবং তার মা- ও। ছেলের নানান কান্ডকীর্তি পোস্ট করতে থাকেন রাজ এবং শুভশ্রী। আর এবার রাজ দেখালেন দেশের বাড়িতে ইউভান কি কি করে।
বছর চারেকের ইউভানের পুকুরের প্রতি যে বেজায় ঝোঁক সেই দৃশ্য আগেই দেখা গিয়েছিল। এইটুকু বয়সেই ছিপ নিয়ে মাছ ধরতে গিয়েছিল সে। আর আজ তো প্যান্ট গুটিয়ে খালি পাযেএ ঘাট বেয়ে পুকুরে নেমে যাওয়ার জোগাড়। আর অন্যদিকে মা শুভশ্রীর আতঙ্কে অবস্থা কাহিল। ইউভান কখন কি করে বসে, সেই চিন্তাতে সব সময় তাঁকে চোখে চোখে রেখেছে সে। নাতির দুষ্টুমিতে অন্যদিকে জেরবার ঠাকুমাও। কিন্তু, বাড়ির সকলে যে বেশ মজা পেয়েছেন তাঁকে দেখে, একথাও পরিষ্কার।
কিন্তু রাজ-পুত্র, ছেলেবেলা কিছু দারুণ উপভোগ করছে সে কথা আবারও প্রমাণিত। গোটা গায়ে মাটি লেপে, সেই যে খেলার আনন্দ, ইউভানের খিলখিলিয়ে হাসি দেখলেই বোঝা যাবে। শুধু জামার উপর দিয়ে নয়, বরং জামা গুটিয়ে পেটের মধ্যেই মাটি মেখে খেলতে ব্যস্ত সে। একটা সময় তো মাটিতে গড়াগড়ি দিতেও দেখা গেল তাঁকে। আবার মাঝে মধ্যে মাকে প্রশ্ন করছে সে, মাটি লাগলে শরীর খারাপ হবে না তো? কিন্তু বছর কুড়ি পঁচিশ বছর আগেও, মফস্বল এবং গ্রাম বাংলার ছেলে মেয়েরা ঠিক যেভাবে আনন্দ উপভোগ করতো, রাজ যেন সেই স্মৃতি সকলকে ফিরিয়ে দিলেন।