Advertisment
Presenting Partner
Desktop GIF

ধর্মের জন্যই বলিউড ছাড়েন, হিজাব বিতর্কে এবার সরব 'দঙ্গল' খ্যাত জায়রা ওয়াসিম

কী বললেন অভিনেত্রী...?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

জায়রা ওয়াসিম

হিজাব বিতর্কে সরগরম চারিদিক। শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মাবেগে আঘাত দেওয়ার এই ঘটনা সাপেক্ষে সরব হয়েছিলেন অনেকেই। লাগাতার চলছে ছাত্র ছাত্রীদের প্রতিবাদ মিছিল, পোশাক যে যার পছন্দেই পড়বে বারবার এই বার্তাই উঠে আসছে তাদের থেকে। এর আগেও তারকাদের মধ্যে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সরব হয়েছিলেন এই বিতর্কে। এবার নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী জায়রা ওয়াসিম ( Zaira Wasim )। 

Advertisment

জায়রা নিজেও একজন ইসলাম ধর্মাবলম্বী। তিনি মনে করেন যদি কোনও ইসলাম সম্প্রদায়ের মেয়েকে হিজাব এবং লেখাপড়ার মধ্যে বেছে নিতে বলা হয়, তবে এর থেকে দুঃখের আর কিছুই নেই - এটি অনাচার। বললেন, "হিজাব উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি ধারণা। ইসলামে হিজাব কোনও পছন্দের বিষয় নয়, বরং বাধ্যবাধকতা। একইভাবে যেই মহিলা হিজাব পরিধান করেন তিনি যে ঈশ্বরকে ভালবাসেন কিংবা তার প্রতি নিজেকে আত্মসমর্পণ করেছেন সেটির ধারণাও মেলে। আমি নিজে হিজাব পরিধান করি, সেই সাপেক্ষেই সম্পূর্ণ ঘটনার প্রতি তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই। যেখানে শুধু ধর্মীয় প্রতিশ্রুতি পালনের কারণে একজন মহিলাকে আটকানো হচ্ছে, এটি হয়রানি ছাড়া কিছুই নয়।"  

অভিনেত্রীর বক্তব্য, নিজেদের এজেন্ডা বাস্তবায়নে এরকম কিছু করার প্রয়োজন ছিলই না। নিজেরাই কাজ করছেন আবার সমালোচনাও করছেন। ক্ষমতায়নের নমে এইসব করা হচ্ছে, দয়া করে সমর্থন করে সকলের মধ্যে পক্ষপাতিত্ব করবেন না....  মুখ আর মুখোশের মধ্যে তফাৎ করা দায়, এটি খুব দুঃখজনক! 

আমির খানের বিপরীতে দঙ্গল সিনেমা দিয়েই বলিউডে ডেবিউ করেন। এমনকি সিক্রেট সুপারস্টার তথা দ্যা স্কাই ইস পিঙ্ক ছবিতেও কাজ করেছেন তিনি। পরবর্তীতে ধর্ম এবং তার প্রতি অগাধ বিশ্বাস থেকেই জানিয়েছিলেন ইতি টানবেন অভিনয় জগতে।

Zaira Wasim Hijab row
Advertisment