প্রয়াত জাকির হুসেন। তবলা মায়েস্ত্রোর বোল থাম ৭৩ বছর বয়সে। ভুগছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু শেষ রক্ষা আর হল না। আজ সবকিছু পেছনে ফেলে তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে।
হুসেনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ৭৩ বছর বয়সী এই মার্কিন সংগীতশিল্পীর রক্তচাপের সমস্যা ছিল। গত সপ্তাহ থেকে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরিবারের তরফে এবার অন্তত জানানো হয়েছে যে তিনি সত্যিই আর নেই।
দীর্ঘদিন ধরে ভুগছিলেন সমস্যায়। শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে আজ তাঁকে আইসিইউতে দেওয়া হয়। বিকেলের পর থেকে আরও খারাপ হচ্ছিল তাঁর অবস্থা। তখনই আশঙ্কার কথা জানিয়েছিলেন, তাঁর বন্ধু রাকেশ ছৌরাসিয়া। কিন্তু, দাদরা কাহারবার রিদমকেও ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন।
শোনা যাচ্ছে, এই শহরে তাঁর শো করতে আসার কথা ছিল। কিন্তু শরীর খারাপের কারণেই তিনি সেই অনুষ্ঠান ক্যান্সেল করতে বাধ্য হন। শিল্পীর মৃত্যুতে শোকাহত সঙ্গীত জগত এবং ঠিক যেন নক্ষত্র খসে পড়ল ধ্রুপদী সঙ্গীতে।
নিজের জীবনে পেয়েছেন হাজারো পুরস্কার। পদ্মভূষণ থেকে পদ্মবিভূষণ তাঁর ঝুলিতে রয়েছে গ্র্যামি-ও। এবছর শক্তি দ্যা অ্যালবামের জন্যই এই পুরস্কার পেয়েছেন তিনি। শুধু রয়ে গেল তাঁর সৃষ্টি। চলে গেলেন তবলার কাণ্ডারি।
কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ আল্লা রাখা খানের পুত্র জাকির হুসেন ভারতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি সাত বছর বয়সে তবলা বাজানো শুরু করেছিলেন। শোনা যায় ১২ বছর বয়স থেকেই তিনি ভারত জুড়ে অনুষ্ঠান শুরু করেছিলেন।