Bollywood News: ক্রিকেটারদের সঙ্গে বলিউডের যোগ নেহাতই সাধারণ ঘটনা। বারবার একে অপরের প্রেমে পড়েছেন এই দুই জগতের মানুষরা। কেউ কেউ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। আবার কেউ কেউ সম্পর্ক ভেঙেও ফেলেছেন। তবে, আবার একটি নতুন সম্পর্কের শুরু হচ্ছে কি!
সমাজ মাধ্যমে নানা ছবি ভাইরাল হয়। শেষ দুই দিনে এই ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল। যাদের দুজনকে একসঙ্গে দেখে এত গুজব তাদের একজনকে সারা দেশ চেনে। আর আরেকজনকে অনেকেই চেনেন না। কিন্তু, পরিবারের পরিচয় দিলে এককথায় সবাই বুঝবেন যে তিনি কে। তাঁর পরিবার সংগীতের দুনিয়ায় নিদারুণ জনপ্রিয়। শুধু তাই নয়, তাঁরা যুগ যুগ ধরে নানা গান উপহার দিয়ে এসেছেন ভারতীয় সঙ্গীতে।
প্রসঙ্গে জানাই। কে এই জানাই? তাঁর সঙ্গে কাকে এমন দেখা গেল যে তিনি এত আলোচনায়? জানাই নিজে একজন শিল্পী হলেও, তাঁর পরিচিতি ততটাও হয়নি। কিন্তু তিনি আশা ভোঁসলের নাতনি। যদিও তিনি শ্রী গণপত রাওয়ের বংশধর, আর ডি বর্মন এর পরিবারের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। আর সেই জানাই আজ অনেক বড়। ২৩ বছরে পা রেখেছেন তিনি। আর তারপরেই তাঁর জন্মদিনে দেখা গেল এক ক্রিকেটারের সঙ্গে। তাঁর সঙ্গে বেশ অনেকটাই ঘনিষ্ঠ হয়ে হাসি মজা করছেন জানাই।
সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই, নানা আলোচনা। জানাই ভোঁসলের সঙ্গে দেখা গেল ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে। তাঁর জন্মদিনে অনেক তারকাকেই দেখা গেল। এবং জানাই, সেই ছবি নিজেই আপলোড করেছেন সমাজ মাধ্যমে। সিরানের হাসি দেখে বেশিরভাগ এই বলছেন, একি! নতুন বৌদি নাকি? আবার কেউ কেউ এও বলে বসলেন, দুজনের বন্ধুত্ব দেখি বাড়ছে। আবার কারওর কথায়, ' ডাল মে কুছ কালা হ্যায়...'। কেউ আবার সোজা জিজ্ঞেস করে বসলেন, "আপনি কি সিরাজকে বিয়ে করছেন?"
যদিও সেই উত্তর অজানা। কিন্তু, সেই পার্টিতে উপস্থিত ছিলেন স্রেয়াস আইয়ার নিজেও। অন্যদিকে, জ্যাকি শ্রফ থেকে শুরু করে, আরও অনেকেই হাজির হয়েছিলেন।