কলকাতায় আদালতে হাজিরা দিতে এলেন বলিউড অভিনেত্রী জারিন খান ( Zareen Khan )। অভিনেত্রীকে বেলা গড়াতেই দেখা গেল শিয়ালদহ আদালতে ( Sealdah Court )। পুরনো ঘটনার হাজিরা দিতেই এলেন অভিনেত্রী।
Advertisment
পরনে, নীল রঙের ডেনিম শার্ট, মুখে মাস্ক গাড়ি থেকে নেমেই সোজা কোর্টের ভিতরে চলে যান তিনি। কারওর কোনও প্রশ্নের উত্তর পর্যন্ত দেননি অভিনেত্রী। এর আগেও কলকাতায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন তিনি। দীর্ঘ ৫ বছরের ওপর ধরে এই কেস চলছে।
হয়েছিল কী?
Advertisment
অভিনেত্রীর ২০১৮ সালে উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় ৬টি অনুষ্ঠান করতে আসার কথা ছিল। সেই অনুযায়ী, কাজ করেছিল টিম ম্যানেজমেন্ট। সংস্থার তরফে অভিযোগ দায়ের করা হয় এমনই, শহরে অনুষ্ঠান উপলক্ষে সর্বমোট ১২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল অভিনেত্রী এবং তাঁর ম্যানেজারকে। তিন লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কিন্তু, যেদিন অনুষ্ঠান করতে আসার কথা ছিল অভিনেত্রীকে পরপর ৬টি প্লেনের টিকিট কেটে দেওয়া হলেও সবকটি তিনি মিস করেন। অনুষ্ঠানে এসেছিলেন বিশিষ্টজন এবং অনেকেই।
কিন্তু, গল্প এখানেই শেষ না। অভিনেত্রী অনুষ্ঠানে তো আসেননি তারপর, আবার ম্যানেজারের মাধ্যমে ফোন করে হুমকি পর্যন্ত দেন। অভিযোগ, সেই টাকা তিনি ফেরত দেননি। গতবছর থেকেই তাঁর ম্যানেজারকে আদালতের তরফে নোটিশ পাঠানো হয়েছে। উক্ত ব্যক্তির আইনজীবী জানান, ম্যানেজার সরাসরি এই মামলায় যুক্ত নন। কিন্তু তিনি তদন্তে সাহায্য করবেন। কোনওরকম সাহায্য পাওয়া যায়নি ক্ষেত্রে, এমনকি জারিন নিজেও সহযোগিতা করেননি। তারপরই শিয়ালদহ কোর্ট থেকে তাঁর নামে ওয়ারেন্ট জারি করা হয়।
যদিও, একসময় বলিউডে সলমনের হাত ধরে নানা সিনেমার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে, এখন একেবারেই তাঁর আনাগোনা নেই সিনেমহলে। কোনও অনুষ্ঠানেও তাঁকে দেখা যায় না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি।