Advertisment
Presenting Partner
Desktop GIF

'আমি খেলোয়াড়…', রসাতলে সিনে-কেরিয়ার! ডিগবাজি দেখিয়েই বিসিবিতে ঢুকবেন জায়েদ?

এসব কী করছেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Zayed Khan fo gymnastics in fashion ramp

জায়েদ খানের সুপ্ত বাসনা

বাংলাদেশ ক্রিকেটের যখন বিদ্ধস্ত অবস্থা, তখন দেশের হয়ে মাঠে হাল ধরার কথা বলেছিলেন জায়েদ খান। শুধু তাই নয়, এবার তিনি, একদম ডিগবাজি দিয়ে বুঝিয়ে দিলেন কতবড় খেলোয়াড় তিনি।

Advertisment

এতদিন নায়ক হলেও এবার খেলার ময়দানে নিজেকে জাহির করার চেষ্টা করছেন তিনি। বাংলাদেশের জার্সি পড়ে তিনি মাঠে নামবেন, একথা জানিয়েছিলেন। এবার ফ্যাশন শোয়ে হাঁটতে গিয়েই যা কান্ড ঘটালেন, সেটা দেখবার মত। তিনি নাকি খেলোয়াড়, ফ্যাশনের মঞ্চে কারসাজি দেখিয়েই মুখ খুললেন।

তিনি নাকি বাংলাদেশের এক নম্বর সুপারস্টার। দেশীয় না, বরং সবকিছুই বিদেশের ব্যবহার করেন তিনি। ভারত থেকেও অনেক ব্রান্ড তাঁকে পোশাক পাঠায়। মুম্বাইতে তাঁর অবাধ যাতায়াত। এবার বাংলাদেশের বুকে খেলার মাঠ না পেয়েই যা, খেল দেখালেন। ফ্যাশন শোয়ের মঞ্চে ডিগবাজি খেলেন। কিন্তু কেন হঠাৎ?

অভিনেতা প্রকাশ্যে বলেন, "আমার রক্তে খেলা। আমি খেলতে প্রচণ্ড ভালবাসি। সেই কারণেই নিয়মিত শরীরচর্চা করি। অনুষ্ঠানে এসে মনে হল, একটা ডিগবাজি দেওয়া যায়। একটাই তো, খারাপ হবে না। প্রায় ছয় মাসের পর একটা ডিগবাজি দিলাম।"

একদিকে, কেরিয়ারে যেমন ভয়ঙ্কর অবস্থা, অন্যদিকে তিনি নিজের মন্তব্যের জন্য শিরোনামে থাকেন সবসময়। শেষ কিছুদিন, সায়ন্তিকা বন্দোপাধ্যায় এর জন্য, বেশ চর্চায় ছিলেন তিনি। একসঙ্গে জোট বেধে সিনেমা করতে শুরু করেছিলেন কিন্তু, বেশিদিন সেই সময় স্থায়ী হল না। কারণ, সায়ন্তিকা নাকি ছেড়ে চলে এসেছিলেন এই সিনেমা। প্রযোজক এবং পরিচালকের সঙ্গে অশান্তি। তারপর জল গড়িয়েছে বহুদূর।

tollywood Entertainment News
Advertisment