Advertisment

সায়ন্তিকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, 'চোখ ঘুরছে আমার..', বিয়ের দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছেন জায়েদ!

প্রথম বিয়ে না হতেই দ্বিতীয় বিয়ের ভয়? ফাঁসতে চান না জায়েদ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশী অভিনয়, বাংলাদেশের ছবি, সায়ন্তিকার ছবি, sayantika banerjee, sayantika banerjee news, sayantika banerjee bangladesh news, sayantika banerjee bangladeshi news, sayantika banerjee actress, sayantika banerjee entertainment news, tollywood news, entertainment news, indian express entertainment news, today entertainment article, viral news,বলিউদ, বিনোদনের খবর, আজকের টলিউড

সায়ন্তিকা-জায়েদ

তিনি জায়েদ খান। তাঁর চারপাশে মেয়েদের আনাগোনা খুব বেশি। নায়িকাদের সঙ্গে তাঁর নাম জড়ালেও তিনি নাকি কারওর সঙ্গে এখনও অবধি আটকান নি। কিন্তু কেন?

Advertisment

মেয়েরা, তার ছবি নিজের ফোনের কভারে, পয়সার ব্যাগে রেখে দেয়। সেই কারণেই ছেলেরা নাকি তাঁকে গালিগালাজ করেন। মেয়েদের মনে জায়গা করে নিয়েছেন জায়েদ খান। কেউ তাঁকে নিয়ে স্বপ্ন দেখেন কেউ তাঁকে বিয়ে করতে চান। একদিকে, যখন সায়ন্তিকা বন্দোপাধ্যায়কে নিয়ে নানা শোরগোল তখনই তিনি এমন কিছু বললেন...

বাংলাদেশে শুটিং করতে গিয়েই জায়েদের প্রশংসায় পঞ্চমুখ সায়ন্তিকা। শুধু তাই না, অভিনেত্রী এও বলেছিলেন জায়েদ এত পরিষ্কার মনের মানুষ, এখানের সুপারস্টার মেয়েরা তো তাঁর দিকে ঘেঁসবেই। দুজনের হোটেল বন্দী অবস্থাকে নিয়ে নানা গুজব উঠছিল। কিন্তু...সবকিছুই তারা অস্বীকার করেছেন। কাউকে আজ অবধি স্থায়ীভাবে জীবনে গ্রহণ করেন নি কেন তিনি? অভিনেতা বললেন...

আমার চোখ ঘোরে চারিদিকে। আমি যদি সৌন্দর্য উপভোগ করি তবে? এটুকু বলতেই পাল্টা ধেয়ে এল প্রশ্ন। অভিনেতার চরিত্রের দোষ দেওয়া হয়। তখনই তিনি বলে বসেন? কিসের চরিত্রের ব্যাপার। আমার সুন্দর জিনিস দেখতে ভাললাগে। এতে অসুবিধা কোথায়? আমি যদি ক্যামেরার দিকে তাকাই এটা অন্যায়? নিশ্চই না? তাহলে এত সমস্যা কেন? কিন্তু আসলেই কি এটাই কারণ? নাকি পেছনে অন্য কোনও কারণ রয়েছে?

আজও মন থেকে তিনি শিশু। অভিনেতা নিজেকে দায়িত্ব কর্তব্যের মধ্যে ফেলতে চান না। তাই তো বললেন, আসলে বিয়েটা খুব দায়িত্বের ব্যাপার। আমি চাই না, এমন খবর হোক যে জায়েদ খান দ্বিতীয়বারের মত বিয়ে করছেন। আমি এখনো ১৮ বছরের বাচ্চা। মেন্টাল ম্যাচিওরিটি আসেনি আমার। আমি এসব খুব মেনে চলি। একদিকে, যখন সায়ন্তিকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, তখনই তিনি প্রকাশ্যেই সম্পর্কে জড়ানোর কথা অস্বীকার করলেন।

উল্লেখ্য, সায়ন্তিকা এবং জায়েদের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। প্রযোজক ও পরিচালক এর সঙ্গে অশান্তি শেষে বিদ্বেষে গিয়ে পৌঁছায়। ডিসেম্বরে শুটিং শুরু হওয়ার কথা  আরেকটি ছবির। যদিও সেটি হবে বলে সন্দেহ রয়েছে।

tollywood Sayantika Banerjee Entertainment News
Advertisment