Advertisment

সন্ধ্য়ার ১১টি স্লটে এগিয়ে জি বাংলা, সাপ্তাহিক সেরা দশে কারা?

Bengali Television TRP: জিআরপি রেটিংয়ের দিকে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে জি বাংলা এবং ১৫+ আরবান তালিকা অনুযায়ী, আপাতত সন্ধ্য়ার স্লটের সবগুলিতেই এগিয়ে এই চ্য়ানেল।

author-image
IE Bangla Web Desk
New Update
Zee Bangla is leading on 11 slots as per 15+ Urban TRP list

জি বাংলা-র 'বকুলকথা' ধারাবাহিকের ঋষি-বকুল। ছবি: জি বাংলার ফেসবুক পেজ থেকে

Bengali Television TRP: মোটামুটি ভাবে সন্ধ্যা ৬টার স্লট থেকে শুরু হয় বাংলা টেলিভিশনের ধারাবাহিক বিনোদন। যদিও বিকেল সাড়ে পাঁচটার স্লটে রয়েছে স্টার জলসা-র ধারাবাহিক কিন্তু জি বাংলা-য় তখনও সম্প্রচার হয় দিদি নাম্বার ওয়ান-এর এক ঘণ্টার এপিসোড। ৬টার স্লট থেকে জি বাংলা, স্টার জলসা, কালারস বাংলা-সহ সব চ্য়ানেলেই সম্প্রচার শুরু হয় ধারাবাহিকের। সাম্প্রতিক ১৫+ আরবান টিআরপি তালিকা বলছে, ৬টা থেকে রাত এগারোটা পর্যন্ত সবকটি স্লটেই রেটিংয়ের দিক থেকে এগিয়ে রয়েছে জি বাংলা-- 'জয়ী' থেকে 'হৃদয়হরণ বিএপাশ'।

Advertisment

খুব স্বাভাবিকভাবেই তাই ১৫+ আরবান টিআরপি তালিকার প্রায় পুরোটাই দখল করে রয়েছে এই চ্যানেল। কিন্তু তার মানে এই নয় যে স্টার জলসা দর্শক দেখেন না। কিন্তু মুশকিল হল জি বাংলা-র জিআরপি স্টার জলসা-র ঠিক দ্বিগুণ। তাই স্বাভাবিক ভাবেই সব ধারাবাহিকের ভিউয়ারশিপ বেশি। স্টার জলসা-র সর্বোচ্চ টিআরপি ধারাবাহিক এখন কে আপন কে পর। এই ধারাবাহিকটি রয়েছে ১৫+ আরবান টিআরপি তালিকার দশম স্থানে।

Joey Debroy in Hridoyharan BA Pass 'হৃদয়হরণ বিএ পাশ' ধারাবাহিকের পেখম-হৃদয়। ছবি: জি বাংলা-র ফেসবুক পেজ থেকে

আরও পড়ুন: বাড়ির কাজের মেয়ের ‘বউ’ হয়ে ওঠার গল্পই এখন দর্শকের অভ্য়াস

এই সপ্তাহেও সেরা দশের সর্বোচ্চ স্থানে রয়েছে 'কৃষ্ণকলি' ১০.৪। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে সেই চেনা ধারাবাহিরকগুলিই-- 'করুণাময়ী রাণী রাসমণি' (৯.৬), 'জয় বাবা লোকনাথ' (৮.২) ও 'ত্রিনয়নী' (৭.৫)। পঞ্চম স্থানে এই সপ্তাহে রয়েছে দুটি ধারাবাহিক-- 'বকুলকথা' ও 'নকশিকাঁথা' (৬.৯)। সেরা দশ তালিকা থেকে এবারে বাদ পড়েছে দেবী চৌধুরাণী। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং--

ষষ্ঠ-- 'নেতাজি' (৫.৯)
সপ্তম-- 'জয়ী' (৫.৫)
অষ্টম-- 'রানু পেল লটারি' (৫.২)
নবম-- 'ভানুমতীর খেল' (৪.৯)
দশম-- 'কে আপন কে পর' (৪.৬)

আরও পড়ুন: রাজ কাপুরকে ফিরিয়ে দেন সত্য়জিৎ, রবি-তপেনকে নিয়েই হয় ছবি

এছাড়া এই সপ্তাহে এই রেটিং তালিকার নিরিখে স্টার জলসা-র সেরা পাঁচে রয়েছে 'কে আপন কে পর' (৪.৬), 'দেবী চৌধুরাণী' (৪.২), 'ফাগুন বউ' ও 'মহাপীঠ তারাপীঠ' (৩.৮), 'ইরাবতীর চুপকথা' (৩.৫) ও 'বাজলো তোমার আলোর বেণু' (৩.৩)।

Bengali Serial Bengali Television TRP
Advertisment