Tiyasha Lepcha: স্বামীকে ব্যবহার করে ছেড়ে দিয়েছেন তিয়াসা! 'শুনুন, ডিভোর্স কখন হয় বলুন তো..?'

Tiyasha lepchaa on her divorce: 'মানসিকতা পাল্টান, আমার স্বামীকে আমি ছেড়েছি...', কী বলছেন তিয়াসা?

Tiyasha lepchaa on her divorce: 'মানসিকতা পাল্টান, আমার স্বামীকে আমি ছেড়েছি...', কী বলছেন তিয়াসা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Zee Bangla krishnakali fame Tiyasha lepcha opens up on her marriage and divorce

Tiyasha lepcha- বিচ্ছেদ প্রসঙ্গে কী বললেন তিনি?

পরপর সব হিট ধারাবাহিক। কৃষ্ণকলি দিয়ে জনপ্রিয়তা শুরু তাঁর। অভিনেত্রী তিয়াশা লেপচা, টেলিভিশনের যথেষ্ট জনপ্রিয় মুখ। কিন্তু, মাঝে তাঁর স্বামীর সঙ্গে ডিভোর্সের পর যথেষ্ট আলোচনা হয়।

Advertisment

অভিনেত্রীর ইন্ডাস্ট্রিতে আসা তাঁর স্বামীর হাত ধরেই। তাঁর মাধ্যমেই এই রঙিন দুনিয়ার সঙ্গে পরিচয় তাঁর। কিন্তু, অভিযোগ উঠেছিল এমনই যে জনপ্রিয়তা পেয়েই স্বামীকে ছেড়ে দিলেন তিনি! এতদিন চুপ থাকলেও এবার তিনি উত্তর দিয়েছেন। মাঝখানে শোনা গিয়েছিল তিনি নাকি সোহেলের সঙ্গে প্রেম করছেন।

অভিনেত্রী সম্প্রতি নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা কথা বলেন। মেয়েরা এখন অনেক গিয়েছে। তাদের কেন এখনও যেকোনও ক্ষেত্রে দোষারোপ করা হবে? এই নিয়েই আওয়াজ তুলেছেন তিনি। অভিনেত্রী বলেন...

Advertisment

"স্বামীর হাত ধরেই এখানে আসা। লাইটস ক্যমেরার কাজ ওর জন্যই জেনেছি। তাঁর জন্য ওকে অশেষ ধন্যবাদ। কিন্তু, যেটা না বললেই নয় যে আমি নাকি ওকে ছেড়ে দিয়েছি। আমি কে? ছাড়া ধরার ব্যাপারে? ডিভোর্স কখন হয় বলুন তো? যখন দুটো মানুষের সম্মতি থাকে? আমি ওকে ছেড়ে চলে গিয়েছি এটা কে বলল আপনাদের?"

এখানেই শেষ না! আজও যে মেয়েদের সমাজের চোখে খারাপ হতে হয়, সেকথাই বললেন নায়িকা। তাঁর কথায়, "যেখানেই যাই, সেখানেই দেখি মেয়েদের দোষ দেওয়া হচ্ছে। এটা কেন? আমরা যতই 5G ব্যবহার করি না কেন, আমাদের মানসিকতা আজও 2G এর মত। এখন মেয়েরা অনেক স্টেবেল! তাঁরা প্রত্যেকে কাজ করে, উপার্জন করে। এসব ভাববেন না। মন পাল্টান। আমি আমার স্বামীকে ছেড়ে দিয়েছি, এটায় আপত্তি রয়েছে।"

tollywood Entertainment News