একদিকে ক্রমশই বাড়ছে 'শ্রীময়ী'-র রেটিং। অন্যদিকে শ্রীরামকৃষ্ণের ট্র্যাকটি শুরু হতেই ধারাবাহিকভাবে বাড়ছে 'করুণাময়ী রাণী রাসমণি'-র রেটিং। ১৫+ আরবান রেটিং অনুযায়ী, গত সপ্তাহের সেরা দশ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' ৮.৭ রেটিং নিয়ে। তবে টিআরপি সেরা তালিকার সর্বোচ্চ স্থানে রয়েছে সেই 'ত্রিনয়নী' (৮.৯)। যদিও এই সপ্তাহে দ্বিতীয় স্থানে অবস্থিত 'রাণী রাসমণি'-র সঙ্গে ধারাবাহিকের রেটিংয়ের পার্থক্য খুব বেশি নয়-- ০.২ পয়েন্ট মাত্র।
এই সপ্তাহে 'শ্রীময়ী' রয়েছে তৃতীয় স্থানে ৮.১ রেটিং নিয়ে। চতুর্থ স্থানে রয়েছে 'কৃষ্ণকলি' (৭.৯) রেটিং নিয়ে এবং পঞ্চম স্থানে রয়েছে 'জয় বাবা লোকনাথ' (৭.০)। এই সপ্তাহের সেরা দশ তালিকায় খুব বড় রকম রদবদল নেই। বেশ কিছু ধারাবাহিকের রেটিংয়ের পার্থক্য খুবই সামান্য থাকায়, দর্শকের ফেভারিট ধারাবাহিকগুলির স্থান অদলবদল হয়েছে খানিকটা। কিন্তু এই সপ্তাহেও স্টার জলসা-র দীর্ঘতম ধারাবাহিক 'কে আপন কে পর' সেরা দশে রয়েছে।
আরও পড়ুন: ক্যানসারে মনের জোর গুরুত্বপূর্ণ, কখনও ভাবিনি জীবন এখানে শেষ: ঐন্দ্রিলা
অন্য়দিকে 'নেতাজি', 'নকশিকাঁথা' ও 'বকুলকথা'-র পাশাপাশি জি বাংলা-র 'আলোছায়া' ধারাবাহিকটিও সেরা দশে তার স্থানটি পাকা করে ফেলেছে বলা যায়। নীচে রইল এই সপ্তাহের সেরা দশ তালিকার বাকি ধারাবাহিক ও তার রেটিং--
ষষ্ঠ-- 'নকশিকাঁথা' (৬.৯)
সপ্তম-- 'বকুলকথা' (৬.৬)
অষ্টম-- 'আলোছায়া' (৬.৩)
নবম-- 'নেতাজি' (৬.২)
দশম-- 'কে আপন কে পর' (৬.০)
দুবছর আগে ঠিক যেভাবে 'করুণাময়ী রাণী রাসমণি' জি বাংলা-র ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট হয়েছিল। স্টার জলসা-র ক্ষেত্রেও 'শ্রীময়ী' সেই ভূমিকাটা পালন করছে। এই ধারাবাহিকের ভিউয়ারশিপ প্রতি সপ্তাহেই বাড়ছে। তবে চ্যানেলের অন্যান্য ধারাবাহিকগুলির থেকে এই ধারাবাহিকের রেটিংয়ের পার্থক্য অনেকটাই। সেরা পাঁচে এই সপ্তাহে শেষবারের মতো রয়েছে 'দেবী চৌধুরাণী'। এর পরের সপ্তাহ থেকে ওই স্লটের বর্তমান ধারাবাহিক 'মোহর' জায়গা করে নিতে পারে কি না, সেটা আগামী সপ্তাহের তালিকা বলবে। নীচে রইল এই সপ্তাহের স্টার জলসা সেরা পাঁচ--
প্রথম-- 'শ্রীময়ী' (৮.১)
দ্বিতীয়-- 'কে আপন কে পর' (৬.০)
তৃতীয়-- 'সাঁঝের বাতি' (৫.৭)
চতুর্থ-- 'দুর্গা দুর্গেশ্বরী' (৪.৭)
পঞ্চম-- 'দেবী চৌধুরাণী' (৪.০)
আরও পড়ুন: নতুন ‘ভূতের’ ধারাবাহিকে আসছেন পায়েল দে
সান বাংলা এই বছর তার যাত্রা শুরু করেছে। তাই চ্যানেলের জিআরপি অত্যন্ত কম হওয়ায় সামগ্রিকভাবেই ধারাবাহিকের রেটিং অনেকটা কম থাকে। কিন্তু সম্প্রতি শুরু হওয়া সান বাংলা-র ধারাবাহিকগুলি বেশ ভালো। এক নজরে এই চ্যানেলের ধারাবাহিকগুলির রেটিং--
'নন্দিনী'-- ১.১
'কনে বউ'-- ১.০
'জিয়নকাঠি'-- ০.৯
'বেদের মেয়ে জ্যোৎস্না'-- ০.৭
'আয় খুকু আয়'-- ০.৫
'বালক গোপাল'-- ০.৫
'কেশব'-- ০.৪
'মায়া'-- ০.৩