Advertisment
Presenting Partner
Desktop GIF

Saregamapa-Abir Chatterjee: 'আমার বাচ্চাদের সামলাতেন ওর মা..', দিন কাটে অভাবে-অনটনে, সারেগামাপার মঞ্চে লড়াকু সুস্মিতার গল্প শোনালেন আবির!

Abir Chatterjee and saregamapa: আবিরের জীবনে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন সুস্মিতার মা। প্রকাশ্যেই তাঁকে ধন্যবাদ জানালেন অভিনেতা। সঙ্গে এও জানালেন, আজ মনে হচ্ছে সুস্মিতার এই লড়াইয়ে আমিও সামিল। আমার খুব গর্ব হচ্ছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
abir Chatterjee, abir Chatterjee news, saregamapa, zee bangla saregamapa, abir Chatterjee Tollywood, abir Chatterjee updates, abir Chatterjee news, abir Chatterjee life, abir Chatterjee actor, আবির চট্টোপাধ্যায়, সারেগামাপা

abir chatterjee in saregamapa- কী বলছেন আবির?

আবিরের পাড়ার মেয়ে এবার সারেগামাপা এর মঞ্চে। অভিনেতা সঞ্চালক নিজেই সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। স্ট্রাগল এবং অধ্যাবসায় বোধহয় একেই বলে। শুধু অর্থের অভাব মানুষকে কতটা কষ্ট দিতে পারে তারই যেন প্রমাণ সুস্মিতা।

Advertisment

আবির চট্টোপাধ্যায় স্টেজে যখন সঞ্চালনা করছেন, তখন নিজের জীবনের জড়িয়ে থাকা এই মানুষটাকে সকলের সঙ্গে পরিচয় না করিয়ে দিলে হয়? কতটা লড়াই করেছেন তার পরিবার, আবির নিজেই জানালেন। আবির বললেন...

"সুস্মিতাকে অনেকদিন থেকে চিনি আমি। ও আমার পাড়ার মেয়ে। ওর মা আমার শ্বশুড়বাড়িতে আমার ছোট বাচ্চাদের দেখে রাখতেন। আমার যে কী সুবিধা হত। ওর মায়ের কাছে আমরা রেখে যেতাম আমাদের বাচ্চাদের, আর এটুকু জানতাম যে ওরা একদম ঠিক থাকবে। দেখভালে কোনও ভুল ত্রুটি হবে না। তাই, সুস্মিতা যে আজকে এই মঞ্চে লড়াই করে এসেছে, আমার মনে হয় এতে কিছুটা আমার যুদ্ধও সামিল আছে। আমার খুব গর্ব হচ্ছে এই জন্য।"

আরও পড়ুন - Rukmini Maitra: আমার সঙ্গে জিৎদার সম্পর্কটাই তো কেমিস্ট্রি, আলাদা করে জুটি নিয়ে ভাবিনি: রুক্মিণী মৈত্র

সুস্মিতার যেমন সুন্দর গানের গলা, তেমনই তাঁর স্বভাব। শুধু অর্থের অভাবে তাঁর শেখা হয়ে ওঠেনি ঠিক করে। সেই প্রতিযোগী নিজের লড়াইয়ের কথা বলতে গিয়েই বলেন, শিখতাম শান্তা দিদির কাছে কিন্তু অর্থের অভাবে হয়নি সেটা বজায় রাখা। আর এটুকু শুনেই, ইমন বাড়ালেন হাত। পাশে এসে দাঁড়ালেন। তাঁকে বললেন...

"শান্তা দির কাছে শিখতে তো? উনি আমার খুব প্রিয় এখন শিল্পী। বড় দিদি হিসেবে বলছি, পাশে আছি তোমার। এরপর কোনোদিন শান্তা দির কাছে গেলে আমায় বলবে, আশা করছি তোমার কোনও অসুবিধা হবে না। আর পয়সার অভাব তো হবেই না।"

tollywood Abir Chatterjee saregamapa Entertainment News
Advertisment