নববর্ষে বাংলার দর্শকের জন্য লেখক-পরিচালক রাম কমল মুখোপাধ্যায় নিয়ে আসছেন 'সিজনস গ্রিটিংস'। বাংলার দর্শকের প্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধার্ঘ জানিয়েই তৈরি হয়েছে এই হিন্দি ছবি যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন সেলিনা জেটলি, লিলেট দুবে, শ্রী ঘটক মুহুরি এবং আজহার খান। লকডাউনে ঘরে বসেই দর্শক দেখতে পাবেন ছবিটি।
ছবির শুটিং সম্পূর্ণ হয়েছে ২০১৯ সালে, পুরো শুটিংটাই হয়েছে কলকাতায়। মা ও মেয়ের সম্পর্কের গল্প 'সিজনস গ্রিটিংস'। মায়ের চরিত্রে রয়েছেন লিলেট দুবে এবং মেয়ের চরিত্রে সেলিনা জেটলি। শিমলাতে জন্ম হলেও দীর্ঘ সময় কলকাতায় কাটিয়েছেন সেলিনা। এই শহর থেকেই তাঁর মডেলিং কেরিয়ারের সূত্রপাত। প্রাক্তন মিস ইন্ডিয়ার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই শহরে।
আরও পড়ুন: ‘আমরাও শিল্পী কিন্তু প্রচারে নেই, তবু দুর্দিনে মানুষের পাশে আছি’
রাম কমল মুখোপাধ্যায় তাঁর এই ছবিতে শুধুই যে সেলিনাকে পর্দায় ফিরিয়ে এনেছেন তা নয়, পাশাপাশি মডেল-অভিনেত্রীকে ফিরিয়ে দিয়েছেন তাঁর প্রিয় শহরের নস্টালজিয়া। অভিনেত্রী লিলেট দুবের সঙ্গেও এই শহরের নিবিড় যোগাযোগ। এই শহরে বহুবার মঞ্চস্থ হয়েছে তাঁর নাটক। এই দুই বলিউড ব্যক্তিত্বকে রাম কমল মুখোপাধ্যায় নিয়ে এসেছেন মা-মেয়ের সম্পর্কের গল্পে। আর সেই গল্পের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রী ঘটক মুহুরি এবং আজহার খান, দুজনেই এই ছবি দিয়েই শুরু করলেন তাঁদের পর্দার অভিনয় জীবন।
শুটিংয়ে রাম কমল মুখোপাধ্যায়ের সঙ্গে লিলেট দুবে। ছবি সৌজন্য: অ্যাসরটেড মোশন পিকচার্স
চারটি চরিত্র নিয়ে তৈরি এই ৪৫ মিনিটের ছবিটি মুক্তি পেতে চলেছে জিফাইভ অ্যাপে আগামী ১৫ এপ্রিল। এবছর ১৪ এপ্রিল পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বাংলা বছরের গোড়াতেই দর্শক দেখতে পাবেন সিজনস গ্রিটিংস। ''তরুণ কাটিয়াল এবং জয় পান্ড্যর প্রতি আমার অকুণ্ঠ কৃতজ্ঞতা যে তাঁরা আমার উপর ভরসা রেখেছেন। জিফাইভ বরাবরই সেরাটুকুই বেছে নেয় এবং আমার ভাবতে খুব আনন্দ হচ্ছে যে এই প্ল্যাটফর্মের শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হবে এই ছবি। যে কোনও বাঙালির কাছেই পয়লা বৈশাখ অত্যন্ত শুভদিন। এই ছবির গল্পও কলকাতাকে ঘিরে আর এই ছবির বাংলার সবচেয়ে প্রিয় পরিচালক শ্রী ঋতুপর্ণ ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ। তাই মুক্তির জন্য এই সময়টাই বেছে নেওয়া হয়েছে'', বলেন ছবির চিত্রনাট্যকার ও পরিচালক রাম কমল মুখোপাধ্যায়।
'সিজনস গ্রিটিংস'-এর পোস্টার।
এই ছবির সঙ্গীত পরিচালনা শৈলেন্দ্র কুমারের। তিনি এই ছবির অন্যতম প্রযোজকও বটে। অ্যাসরটেড মোশন পিকচার্স ও এসএসওয়ান এন্টারটেনমেন্টের যুগ্ম প্রযোজনায় নির্মিত এই ছবি। জিফাইভ-এর প্রোগ্রামিং হেড অপর্ণা আচরেকর জানান, ১৫ এপ্রিল 'সিজনস গ্রিটিংস'-সহ মোট ৮টি ছোট ছবি দেখা যাবে জিফাইভ অ্যাপে। 'সিজনস গ্রিটিংস' অত্যন্ত সময়োপযোগী একটি ছবি যেখানে সাম্প্রতিক বেশ কিছু সামাজিক ইস্যুকে বুনে দেওয়া হয়েছে একটি সম্পর্কের গল্পে।