Advertisment
Presenting Partner
Desktop GIF

কীভাবে তৈরি হল দেড় ইঞ্চি ছোট শাহরুখ? দেখুন নেপথ্য কাহিনি

প্রকাশ্যে এল শাহরুখের জিরোয় বাউয়া হয়ে ওঠার গল্প। নির্মাতারা জানালেন কীভাবে তারা লেগোর মতো সেট তৈরি করলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কমপক্ষে ১৬০০ শিল্পী কাজ করেছেন জিরোর জন্য

জিরো অধিকাংশ মানুষের পছন্দ হয়নি ঠিকই কিন্তু ছবির নেপথ্য দৃশ্যের ভিডিও বর্ণনা করছে কীভাবে সম্পূর্ণ ভিএফএক্সের কাজটা হয়েছে। আর সেই কাহিনি দেখলে অবাক হতেই হয়। শাহরুখের ছবিতে ভিএফএক্সের জায়গা প্রচুর। কারণ নির্মাতাদের শাহরুখকে ভার্টিকালি চ্যালেঞ্জ হিসাবে দেখাতে হত। এবার রেড চিলিস এন্টারটেইমেন্ট প্রকাশ্যে আনল কীভাবে তারা সমগ্র বিষয়টাকে আয়ত্তে এনেছেন।

Advertisment

শাহরুখ খান আগেই জানিয়েছিলেন ছবিটা তৈরি করতে যত ঝক্কিই পোহাতে হোক না কেন তারা বডি ডাবল ব্যবহার করবেন না। কারণ সেটা পর্দায় দেখতে খারাপ লাগে। সুতরাং, যতটা সম্ভব সেটাকে বাস্তবচিত করে তুলতে হবে। ফলে প্রত্যেকটা শটের জন্য এই শট পাঁচবার নিতে হয়েছে, একবার শাহরুখ সহ, কখনও চলমান বাক্স বসিয়ে তো কখনও সরিয়ে আবার শেষ শট কিং খান ছাড়া।

আরও পড়ুন, বিগ বস থেকে ছিটকে গেলেন সুরভি রানা

জিরোর ভিএফএক্সের দায়িত্বে ছিলেন হ্যারি হিঙ্গোরানি এবং কমপক্ষে ১৬০০ শিল্পী কাজ করেছেন জিরোর জন্য। ভিডিওতে, নির্মাতার জানালেন কীভাবে তারা লেগোর মতো সেট তৈরি করলেন। সেটে তাদের চলমান বাক্স রাখতে হয়েছিল যাতে শাহরুখের চরিত্রকে খাটো দেখায়। শুধুমাত্র উচ্চতা নয়, শরীরের সমস্ত অংশকে আলাদা আলাদা করে সংকুচিত করতে হয়েছে। সেকারণেই প্রতিটার জন্য আলাদা শট নিতে হয়েছে।

তবে এই ধরণের বড়মাপের ছবির জন্য সবকিছু আগে থেকে পরিকল্পিত রাখতে হয় এবং সবটা আগে থেকে পর্দায় দেখে নেওয়ারও প্রয়োজন পড়ে। শাহরুখ খান, অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ অভিনীত জিরো মুক্তি পেয়ছে ২১ ডিসেম্বর।

Read the full story in English 

Anushka Sharma katrina kaif
Advertisment