/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/zero-4-759.jpg)
ছবির টিজারের একটি অংশ।
ভাইজান আর বাদশার দন্দ্বের কথা নতুন নয় বি-টাউনে। তবে এবার ঘটল উলটপূরণ, সল্লুভাইয়ের কোলে উঠে পড়লেন কিং খান। একটি ডান্স সিকুয়েন্সে এভাবেই দেখা মিলল দুই খানের। সদ্য মুক্তি পেয়েছে 'জিরো' ছবির দ্বিতীয় টিজার। আর সেখানেই দেখা গেল এই দৃশ্য। ছবিতে বামনের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে, চরিত্রের নাম বুয়া সিং। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে টিজারটি শেয়ার করেছেন শাহরুখ। বলা বাহুল্য, দর্শকদের জন্য একেবারে ডবল ধামাকা। নতুন এই টিজারে শাহরুখ-সলমন ম্যাজিকে মুগ্ধ হয়েছেন প্রত্যেকেই৷ এখানেই শেষ নয়, সলমনের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট সহ বেশ অনেকগুলি হেভি ওয়েট নামই রয়েছে ক্যামিও তালিকায়।
প্রসঙ্গত, ইদের মরশুম৷ বলিউড 'খান'-দানের তরফ থেকে কোন উপহার আসবে না, তা কেমন করে হতে পারে? গত কয়েক বছর ধরেই ইদের মরসুমে হাজির হন সলমন খান৷ এবারও সেই নিয়ম মতই আজ, ১৫ জুন, মুক্তি পেল 'রেস থ্রি’৷ আর তার ঠিক একদিন আগেই শাহরুখ খানের দেখা মিলল সলমনের। আগামী ১১ জুলাই মুক্তি পাবে আনন্দ এল রাই পরিচালিত 'জিরো'।
দেখুন ছবির টিজার
Yeh lo..yeh lo @aanandlrai ki taraf se...Iss baar Eid Ka Meetha bahut Tez hai. To everyone from me and the whole team of Zero...Eid Mubarak. Love u all & hope u like it. #ZeroCelebratesEidhttps://t.co/fgynMfTjTX
— Shah Rukh Khan (@iamsrk) 14 June 2018
Waiting for the link to reach us so that we can put the Zero Teaser out. @aanandlrai & me waiting on the streets of America to wish Eid to everyone. Just a few moments more!!! #ZeroCelebratesEidpic.twitter.com/ps2hji0PGb
— Shah Rukh Khan (@iamsrk) 14 June 2018
इतना सारा प्यार!!! #2ZERO18 की शुरुआत बढ़िया हुई...
3.2 करोड़ लोगो के प्यार के लिए शुक्रिया।Thank u to the 32 million on Twitter! pic.twitter.com/ODZc4Bq1RT
— Shah Rukh Khan (@iamsrk) 1 January 2018