/indian-express-bangla/media/media_files/2025/09/19/zubeen1-2025-09-19-17-50-43.jpg)
কী বলেছিলেন জুবিন?
চলে গেলেন জুবিন গর্গ। এবং, সেখানে আরও বড় প্রসঙ্গ, ঠিক যেন কেকের মতোই এক শহরে পারফর্ম করতে গিয়ে চলে গেলেন তিনি। জুবিনের আকষ্মিক চলে যাওয়া সকলকে অবাক করে দিয়েছে। বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। কিন্তু, জীবনের একটা ঘটনা তাঁকে নিয়ে গেল পরপারে। জুবিন ছিলেন সিঙ্গাপুরে। এবং, সেখানে স্কিউবা ডাইভিং করতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে সঙ্গীত দুনিয়ায় শোকের ছায়া।
দিন দুয়েক আগেই এমন একটি পোস্ট করেছিলেন তিনি, যেটা এখন সমাজ মাধ্যমে ভাইরাল। জুবিন বাংলা এবং হিন্দি ছবিতে গান গাওয়ার জন্যই বেশি বিখ্যাত। এবং, খেয়াল করলে দেখা যাবে বাংলার বুকে তাঁর গাওয়া দুঃখের গান, মানুষের মনে জায়গা করে নিয়েছিল। আয়না মন ভাঙ্গা আয়না হোক বা চোখের জলে... তিনিই গোটা একটা প্রজন্মকে কাঁদিয়েছিলেন। এবং, তাঁর থেকেও বড় কথা, শেষ কিছুদিন নিজেকে স্টেজ পারফর্মার হিসেবেই মাতিয়ে রেখেছিলেন।
কিন্তু মৃত্যুর আগে তাঁর শেষ বক্তব্য কী ছিল?
কালো রংয়ের একটি পোশাকে ধরা দিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে আজকের কনসার্ট প্রসঙ্গেই বলতে শোনা যায়। তিনি যে সকলকে সুরে সুরে মাতাবেন, এমনটাই শোনা গিয়েছিলেন। জুবিন তাঁর সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন সেই ভিডিও। সেখানে কী লেখা ছিল...
“বন্ধুরা, সিঙ্গাপুরে আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি ৪র্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে, যা অনুষ্ঠিত হবে ২০ ও ২১ সেপ্টেম্বর সানটেক, সিঙ্গাপুরে।
এখানে আপনাদের জন্য থাকছে ভারতের এক্সোটিক নর্থ ইস্ট অঞ্চলের রঙিন অভিজ্ঞতা— মানসম্মত কৃষিপণ্য ও হস্তশিল্প, বিশেষ চা-পর্বের স্বাদ গ্রহণ, নানান নৃত্যশৈলী, ফ্যাশন শো, আর সন্ধ্যায় জমকালো মিউজিক্যাল শো, যেখানে থাকবেন রক ব্যান্ড ও র্যাপাররা। আমি পুরো ফেস্টিভ্যাল জুড়ে কালচারাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে উপস্থিত থাকব। ২০ তারিখের সন্ধ্যায় আমি নিজেও মঞ্চে পরিবেশন করব আমার জনপ্রিয় হিন্দি, বাংলা এবং অসমীয়া গান। এটি শনিবার ও রবিবার অনুষ্ঠিত হবে। প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের সকলকে অনুরোধ করছি আসুন, উপভোগ করুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!”
প্রসঙ্গে, তাঁকে নিয়ে শোকপ্রকাশ করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন দেব থেকে প্রীতম চক্রবর্তী আরও অনেকে।