নতুন সংক্রমণ ১৫০০-র বেশি, শীর্ষে গুজরাট-মহারাষ্ট্র

শনি ও রবিবারে নতুন সংক্রমিতের সংখ্যা লাফ দিয়ে বেড়েছে। তার আগের কয়েকদদিন সংখ্যাটা সামান্য কমতির দিকে ছিল। শনিবার মোট ১৩৫৭ নতুন সংক্রমিতের খোঁজ মিলেছিল।

শনি ও রবিবারে নতুন সংক্রমিতের সংখ্যা লাফ দিয়ে বেড়েছে। তার আগের কয়েকদদিন সংখ্যাটা সামান্য কমতির দিকে ছিল। শনিবার মোট ১৩৫৭ নতুন সংক্রমিতের খোঁজ মিলেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওরলির হাসপাতালে চলছে পরীক্ষা (ছবি- নির্মল হরিন্দ্রণ)

রবিবার সারা দেশে ১৫০০ নতুন করোনা সংক্রমিত ব্যক্তির সন্ধান মিলেছে। এর মধ্যে গুজরাট ও মহারাষ্ট্রেই রয়েছেন ৩৫০ জন করে।

Advertisment

রবিবার সন্ধেয় সমস্ত রাজ্যের তথ্যা এসে পৌঁছবার পর কোভিড ১৯ সংক্রমিতের সংখ্যা বেড়েছে ১৭,১৮৭ তে। আগের দিনের ১৫৬১০-এর সঙ্গে ১৫৭৭ জন যুক্ত হয়েছেন। রাতের মধ্যে সংখ্যাটা আরও বাড়বার কথা।

গত দুদিনে অর্থাৎ শনি ও রবিবারে নতুন সংক্রমিতের সংখ্যা লাফ দিয়ে বেড়েছে। তার আগের কয়েকদদিন সংখ্যাটা সামান্য কমতির দিকে ছিল। শনিবার মোট ১৩৫৭ নতুন সংক্রমিতের খোঁজ মিলেছিল।

লকডাউনে দোকান-বাজার: নিরাপদে থাকতে আপনাকে যা যা করতে হবে

Advertisment

মহারাষ্ট্রে এখন মোট সংক্রমিত ৪২০০ জন, গুজরাটে সপ্তাহের শেষে মোট ৬৪৪ জন নতুন সংক্রমিত ধরা পড়বার পর, সে রাজ্যে সংখ্যাটা এখন ১৭৪৩।

বিভিন্ন রাজ্য থেকে অন্তত ২৬ জনের মৃত্যুর খবর এসেছে, যার মধ্যে মহারাষ্ট্র ও গুজরাট ফের শীর্ষে। রবিবার সন্ধেয়ে রিপোর্ট আসা পর্যন্ত অন্তত ১৫ জন মহারাষ্ট্রে ও ৫ জন গুজরাটে মারা গিয়েছেন।

মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু ও রাজস্থানে করোনাক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

রবিবার সন্ধে পর্যন্ত সবচেয়ে বেশি করোনাক্রান্ত রাজ্যের হিসেব

করোনায় মৃত্যু সঠিকভাবে চিহ্নিত করা কেন জরুরি

মহারাষ্ট্র- ৪২০০, দিল্লি- ২০০৩, গুজরাট- ১৭৪৩, তামিলনাড়ু- ১৪৭৭, রাজস্থান- ১৪১৬, মধ্যপ্রদেশ ১৪০৭, উত্তরপ্রদেশ ১১০০, তেলেঙ্গানা- ৮৫৮, অন্ধ্র প্রদেশ ৬৪৭, কেরালা- ৪০১।

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19