Advertisment

Explained: মিশরে মোদী, ঠিক কোথায় দাঁড়িয়ে দিল্লি-কায়রো সম্পর্ক?

নেহরু মিশরের ওপর আক্রমণের নিন্দা করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi’s visit to Egypt

মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর শেষ করার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সন্ধ্যায় (২৪ জুন) তাঁর দুই দিনের সফরে মিশরে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটাই কায়রোতে তাঁর প্রথম সফর। শুধু তাই নয়, মোদিই হলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ১৯৯৭ সালের পর ভারত এবং মিশরের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফর শুরু করলেন। এর আগে অবশ্য চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন।

Advertisment

ছ'মাসে দু'বার বৈঠক

তার আগে গত ২৫ জানুয়ারি নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সফরে মিশরও প্রধানমন্ত্রী মোদীকে তার সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছে। সফরকালে, মোদী মিশরে ভারতীয়দের সঙ্গে বৈঠক করবেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১১ শতাব্দীর আল-হাকিম মসজিদ পরিদর্শন করবেন। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ছয় মাসের মধ্যে দু'বার দুই রাষ্ট্রনেতা মোদী ও সিসির সাক্ষাতের একটাই উদ্দেশ্য। সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ ভারত ও মিশরের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা বৃদ্ধি।

সম্পর্ক বহুদিনের

দিল্লি চায় কায়রোর সাহায্যে আরব দুনিয়ায় অবস্থানকে সুংসহত করতে। আর, মিশর চায় তার চলমান আর্থিক সংকট মোকাবিলায় ভারত যেন মিশরে বাণিজ্য বৃদ্ধি করে, বিনিয়োগ প্রসারিত করে। ভারতের সঙ্গে মিশরের সম্পর্ক অবশ্য নতুন কিছু নয়। সুদূর অতীতের কথা ছেড়ে দিলেও ভারতের স্বাধীনতা লাভের পর থেকে ধরলেও বলা যায়, এই সম্পর্ক ক্রমশই দৃঢ় হয়েছে। দিল্লি ১৫ আগস্ট, ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের মাত্র তিন দিন পরে কায়রোর সঙ্গে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করেছিল।

আরও পড়ুন- রাশিয়ার ‘বিদ্রোহী’, কীভাবে প্রচারের আলোয় উঠে এলেন প্রিগোজিন?

নেহরুর অবস্থান

দুই দেশের অংশীদারিত্ব, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং মিশরের দ্বিতীয় প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের ঘনিষ্ঠতার সুযোগে বৃদ্ধি পেয়েছিল। ১৯৫৬ সালে সুয়েজ খাল সংকটের সময় এই বন্ধুত্ব প্রথম পরীক্ষার মুখে পড়ে। কারণ, ইসরাইল এবং পরে ফ্রান্স ও ব্রিটেন মিশর আক্রমণ করার জেরে নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করেন। নেহরু সেই সময় চটজলদি সিদ্ধান্ত নেন। মিশরের বিরুদ্ধে আগ্রাসনের নিন্দা করেন। সমস্যা মেটাতে উদ্যোগী হন। আমেরিকার কাছে গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন জানান।

modi Egypt Relationship
Advertisment