Advertisment

Solar eclipse: রাত পোহালেই বিরল সূর্যগ্রহণ! বিভিন্ন জায়গায় দেখা যাবে ৪০০ বছর পর

Royal Museums Greenwich: সূর্যগ্রহণ চার ধরনের হয়। আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং হাইব্রিড সূর্যগ্রহণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Solar, Eclipse

Solar-Eclipse: পৃথিবীর তুলনায় চাঁদ প্রায় পাঁচ ডিগ্রি হেলে আছে। (ছবি: উইকিমিডিয়া কমন্স)

On Monday a total solar eclipse: সোমবার সূর্যগ্রহণ। এটা বিরল। কেন? কারণ, গ্রিনউইচের রয়্যাল মিউজিয়ামের মতে, পৃথিবীর কোনও স্থান একবার পূর্ণগ্রাস বা সম্পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হলে, সেই এলাকা থেকে পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে প্রায় ৪০০ বছর লাগে। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, উত্তর আমেরিকা এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে।

Advertisment

সূর্যগ্রহণ কাকে বলে, কয় ধরনের হয়?
যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ চলে আসে তখন একটি সূর্যগ্রহণ হয়। চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণ বা আংশিকভাবে আটকায়। চাঁদের জন্য পৃথিবী থেকে সেই সময় সূর্যকে আংশিক অথবা বলয় বা রিং এর আকারে দেখা যায়। অথবা, পুরোপুরি দেখাই যায় না। অর্থাৎ, পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে। একেই সূর্যগ্রহণ বলে। সূর্যগ্রহণ চার ধরনের হয়। আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং হাইব্রিড সূর্যগ্রহণ।

আংশিক সূর্যগ্রহণ
আংশিক সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের একাংশ ঢেকে ফেলে। ফলে, গোলাকারের বদলে সূর্যের কিছুটা অংশ দেখা যায়। আর, কিছুটা দেখা যায় না। সেখানে চাঁদের ছায়া দেখা যায়। একেই আংশিক সূর্যগ্রহণ বলে। সাধারণত আংশিক সূর্যগ্রহণই দেখা যায়।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
যখন চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে, তখন সূর্যকে দেখা যায় না। দিনের বেলাতেই অন্ধকার নেমে আসে। অর্থাৎ, চাঁদের আড়ালে সূর্য ঢাকা পড়ে। একে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

বলয়গ্রাস সূর্যগ্রহণ
যখন সূর্যকে চাঁদ ঢেলে ফেলে। আর, চাঁদের ঢেকে ফেলার বাইরে দিয়ে সূর্যকে আলো, রেখা অথবা বলয়ের আকারে চাঁদের ছায়া বা অন্ধকারকে ঘিরে রাখে, তাকে বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ।

হাইব্রিড সূর্যগ্রহণ
যখন চাঁদের ছায়া সরে যায়, সেই সময় বিশ্বের কিছু অংশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। আবার কিছু অংশ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখে। একে বলে হাইব্রিড সূর্যগ্রহণ।

সূর্যগ্রহণ বছরে কতবার হয়?
সূর্যগ্রহণ বছরে দুই থেকে পাঁচবার হয়। তবে, তা শুধু অমাবস্যার সময়ই দেখা যায়। সেই সময় চাঁদ এবং সূর্য, পৃথিবীর একইপাশে থাকে। পৃথিবীর তুলনায় চাঁদ প্রায় পাঁচ ডিগ্রি হেলে আছে। বেশিরভাগ সময়ই চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর ঠিক মাঝখানে থাকে, তখন তার ছায়া হয় পৃথিবীর ওপর খুব বেশি পড়ে বা কম পড়ে।

আরও পড়ুন- খাদ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে বিরাট পদক্ষেপ, কী জানাল রিজার্ভ ব্যাংক?

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিরল
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রতি ১৮ মাস অন্তর হয়। সূর্যের তুলনায় চাঁদের আকার ছোট। আবার চাঁদের তুলনায় পৃথিবীর আকার বড়। সেই কারণে, পৃথিবীর সব লোক একসঙ্গে সূর্যগ্রহণ দেখতে পান না। এই সূর্যগ্রহণ এবছরের প্রথম সূর্যগ্রহণ। এটা পূর্ণগ্রাস হওয়ায় দীর্ঘসময় থাকবে। কিন্তু, ভারত থেকে দেখা যাবে না। এর আগে চলতি বছরের ২৫ মার্চ এবছরের প্রথম চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছে বিশ্ব।

India Solar eclipse USA Canada
Advertisment