After loksabha election 2024 Maharashtra politics and Ajit Pawar: লোকসভা নির্বাচনের পর মহারাষ্ট্র কার! কী করবেন অজিত পাওয়ার? এই প্রশ্নে এখন ঘুরপাক খাচ্ছে শিবাজির রাজ্যের রাজনীতির অন্দরমহল। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে এনসিপি ভেঙে নিজেদের আসল এনসিপি বলে দাবি করেছিলেন অজিত পাওয়ার ও তাঁর অনুগামীরা। নির্বাচনে তাঁদের এই দলবাজি পুরো মুখ থুবড়ে পড়েছে।
অজিতের দলের ফলাফল
মাত্র এক আসনে জিতেছে অজিতের দল। তাঁদের প্রাপ্ত ভোট ৩.৬%। এই অবস্থায় মহারাষ্ট্রে তাঁর অনুগামী ৪১ বিধায়ক আর কতদিন অজিত পাওয়ারের অনুগামী থাকবেন, তা নিয়ে দেখা দিয়েছে এক বড় প্রশ্ন। পাশাপাশি, তিনি যেভাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন, তা যে আপাতত বিশ বাঁও জলে চলে গেল, সেকথাও শরদ পাওয়ারের ভাইপোর কাছে জলের মত স্পষ্ট হয়ে গিয়েছে।
মহারাষ্ট্রে বিজেপির খারাপ ফল
লোকসভা নির্বাচনে বিজেপি এবার মহারাষ্ট্রে ৯টি আসনে জিতেছে। ২০১৯ সালে এই বিজেপিই মহারাষ্ট্রে ২৩টি আসন পেয়েছিল। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। আর অজিত পাওয়ারের দলের হয়ে রায়গড়ে জিতেছেন তাতকারে সুনীল দত্তাত্রেয়। আর, অজিত পাওয়ারের প্রার্থীদের হারিয়ে শরদ পাওয়ারের প্রার্থীরা ৭টি আসনে জিতেছেন। তার মধ্যে শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে বারামতী কেন্দ্র থেকে জিতেছেন। বিদ কেন্দ্র থেকে জিতেছেন পাওয়ারের অনুগামী বজরং মনোহর সোনওয়ানে। মাধা কেন্দ্র থেকে জিতেছেন (মহিতে) পাটিল ধৈরশীল রাজসিন। আহমেদনগর থেকে জিতেছেন নীলেশ নানদেব লানকে। ভিওয়ান্দি থেকে জিতেছেন (বালিয়া মামা) সুরেশ গোপীনাথ হাত্রে। দিনদোরি কেন্দ্র থেকে জিতেছেন ভাস্কর মুরলীধর ভাগড়ে। ওয়ার্ধা কেন্দ্র থেকে জিতেছেন অমর শরদরাও কালে।
অজিতের বৈঠকে বিধায়করা অনুপস্থিত
এই পরিস্থিতিতে দলের ওপর তাঁর কতটা দখল আছে, তা বাজিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছেন অজিত পাওয়ার। লোকসভা ভোটের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করতে তিনি বৃহস্পতিবার বৈঠক ডেকেছিলেন। সেখানে তাঁর অনুগামী ৪১ জন বিধায়কের মধ্যে পাঁচ জন অনুপস্থিত ছিলেন। তার মধ্যে নরহরি জিরওয়াল বিদেশে বলে দাবি করা হয়েছে। বাকি চার জনের শারীরিক অবস্থা ভালো নয় বলেই অজিতকে জানানো হয়েছে।
আরও পড়ুন- মুখে ধর্মনিরপেক্ষতার বুলি! সরকার-বিরোধী সব মঞ্চেই বারবার থাকেন, এনডিএতেই লাভবান এই নেতারা
বৈঠক এড়িয়েছেন অজিতও
এই অবস্থায় অজিতও বুধবার দিল্লিতে এনডিএ শরিকদের বৈঠক এড়িয়ে গিয়েছেন। বুধবারের ওই বৈঠকে এনডিএ শরিকরা প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে অজিত পাওয়ারের দলের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন শরদ পাওয়ার গোষ্ঠী। এনসিপি (শারদচন্দ্র পাওয়ার গোষ্ঠী) নেতা এবং শরদ পাওয়ারের দীর্ঘদিনের সহযোগী অঙ্কুশ কাকদে বলেছেন, 'শরদ পাওয়ারকে ছেড়ে দিয়ে অজিত পাওয়ার যেভাবে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন, তা ভোটাররা অনুমোদন করেননি। শুধু তাই নয়, নির্বাচনে অজিত পাওয়ার বারবার শরদ পাওয়ারের বিরুদ্ধে মুখ খুলেছেন। সেটাও ভোটাররা মেনে নিতে পারেননি।'