/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/ie-India_Air_Pollution_78078-c5f1c.jpg)
এই মরশুমে সবচেয়ে খারাপ কুয়াশা এবং ধোঁয়াশা নিয়ন্ত্রণ করতে দিল্লি প্রশাসন শুক্রবার প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিয়েছে। দূষণকারী যানবাহন এবং নির্মাণ কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। (এপি ছবি/পীযূষ নাগপাল)
ফের চিন্তা ধরাচ্ছে দেশের রাজধানীর বায়ুদূষণ। একটি নতুন সমীক্ষা বলছে, ভারতের আটটি প্রধান রাজ্যের রাজধানীই ইদানিংকালে সবচেয়ে বেশি বায়ুদূষণের সংকটে পড়েছে। তার মধ্যে দিল্লিতে গত পাঁচ বছরের মধ্যে অক্টোবরে পার্টিকুলেট ম্যাটার (পিএম)-এর মাত্রা ছিল সর্বোচ্চ, ২.৫। ২০২১ সাল থেকেই দিল্লিতে এই পিএম-এর মাত্রা ২.৫। তার মধ্যেই আবার, গত বছরের তুলনায় ২০২৩ সালের অক্টোবরে দিল্লিতে বায়ুদূষণের মাত্রা ৪.৪% বৃদ্ধি পেয়েছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/ie-nasa-worldview-2023-OCT-26-to-2023-NOV-03-1.gif)
বিভিন্ন রাজ্যের ওপর গবেষণা
গত পাঁচ বছর অক্টোবরে বায়ুর গুণমানের বিশ্লেষণ' শীর্ষক গবেষণাপত্র 'রেসপিয়ার রিপোর্টস' বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রকাশিত হয়েছে। এই গবেষণাটি করেছে রেসপায়ারার লিভিং সায়েন্সেস। এই সংস্থা জলবায়ু বিজ্ঞানের (আইওটি) স্টার্টআপ। দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, পাটনা, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরে সংস্থাটি সমীক্ষা চালিয়েছে। তাতেই জানা গেছে, দিল্লির পিএম ২০২১ থেকে ২.৫।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/ie-Table-1.png)
দূষণ ঠিক কতটা?
এই সমীক্ষা এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন দিল্লির বায়ুর গুণমান এই মরসুমে প্রথমবারের মতো 'গুরুতর' বলে জানা গেছে। বৃহস্পতিবার, শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৪০০-র মাত্রা অতিক্রম করেছিল। পরের দিন তা পৌঁছে গিয়েছে ৪৭৬-এ। দিল্লির আগে, অক্টোবরে মুম্বইয়ে বায়ুর গুণমান 'খুব খারাপ' বা 'গুরুতর' ছিল। এমনটাই জানা গিয়েছে সমীক্ষায়। পশ্চিম মুম্বইয়ের শহরতলি ভিলে পার্লে, যেখানে বিমানবন্দর অবস্থিত, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে ছিল অন্যতম।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/ie-Delhi-PM-Levels.jpg)
কী রোগ হতে পারে?
বায়ুতে পার্টিকুলেট ম্যাটার বা পিএম ২.৫ থাকা, সবচেয়ে ক্ষতিকারক বায়ুমণ্ডলের উদাহরণ। ২.৫ মাইক্রোমিটার আকারের অর্থ হল, মানুষের চুলের ব্যাসের প্রায় ৩%। এটি নাক এবং গলা দিয়ে সহজেই মানুষের সংবহনতন্ত্রে প্রবেশ করতে পারে। পিএম (কণা) ২.৫ দীর্ঘস্থায়ী রোগের কারণ হতে পারে, যেমন- হাঁপানি, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সমস্যা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/ie-Mumbai-PM-Levels.jpg)
সমীক্ষা যা বলছে:-
১. দিল্লির বায়ুদূষণ গত দুই বছর ধরেই খারাপ হচ্ছে
২০২১ সালের অক্টোবরে দেশের রাজধানীতে বায়ুদূষণের মাত্রা যা ছিল, পরবর্তী দুই বছরে তা প্রায় ৫৪% বেড়েছে। তার মধ্যে ২০২৩ সালের অক্টোবরে বৃদ্ধি ঘটেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের হিসেব অনুযায়ী, 'নিরাপদ' সীমার প্রায় ৩.৭ গুণ। আর, বিশ্ব স্বাস্থ্যসংস্থার হিসেব অনুযায়ী, নিরাপদ সীমার ৭.৫ গুণ।
২. মুম্বইয়ের পরিস্থিতি
২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মুম্বইয়ে বাতাসের গুণমান ক্রমাগত খারাপ হচ্ছে। মুম্বইয়ে ২০১৯ সালের অক্টোবর থেকে হিসেব করলে গত চার বছরে দূষণের মাত্রা ১১০% বেড়েছে।
৩. হায়দ্রাবাদ এবং কলকাতা
হায়দ্রাবাদেও বায়ুর গুণমান এই বছর ভীষণ খারাপ হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে তা ১৮.৬% বৃদ্ধি পেয়েছে। রক্ষা পায়নি কলকাতাও। চলতি অক্টোবরে শহর কলকাতায় দূষণ বেড়েছে। যা গত বছরের (২০২২ সালের) অক্টোবরের তুলনায় ৪০.২% বেশি।
আরও পড়ুন- অপারেশন ক্যাকটাস: মালদ্বীপে অভ্যুত্থান, কীভাবে রুখেছিল ভারত?
৪. যেখানে দূষণ কমেছে
লখনউ, পাটনা, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে বায়ুদূষণ কমেছে। গবেষণাপত্রটি জানিয়েছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের অক্টোবরে দেশের এই চারটি রাজ্যের রাজধানীতেই দূষণের মাত্রা কমেছে। তার মধ্যে চেন্নাইয়ে একবছর আগের তুলনায় দূষণের মাত্রা ২৩%-এরও বেশি কমেছে।