টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া মঙ্গলবার দুটি মেগা বিমান কেনার অর্ডার দিয়েছে। অনেক সংস্থার চোখই কপালে তুলে দিয়ে একসঙ্গে ৪৭০টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে টাটা গ্রুপ। তার মধ্যে ২৫০টি বিমান কিনবে ইউরোপের এয়ারবাস সংস্থার থেকে। আর, ২২০টি বিমান কিনবে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির থেকে। গোটা বিশ্বে একসঙ্গে এতগুলো বিমান কেনার অর্ডারের কথা অতীতে শোনা যায়নি। এর আগে বিশ্বে একসঙ্গে সবচেয়ে বেশি বিমান কিনেছিল আমেরিকান এয়ারলাইন্স। তারা ২০১১ সালে একযোগে ৪৬০টি বিমান কেনার অর্ডার দিয়েছিল।
ভারতীয় সংস্থাগুলোর মধ্যে একযোগে সবচেয়ে বেশি বিমান কেনার অর্ডার দিয়েছিল ইন্ডিগো। ২০১৯ সালে তারা একযোগে ৩০০ বিমান কেনার অর্ডার দিয়েছিল। বর্তমান বাজারদর অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার অর্ডার করা বিমানের মূল্য প্রায় আনুমানিক ৮,০০০ কোটি মার্কিন ডলার। তবে, সাধারণত একসঙ্গে বিপুল পরিমাণ মালপত্র কিনলে যেমন দামে ছাড় পাওয়া যায়, এক্ষেত্রেও তেমনটা হতে পারে। তাই প্রকৃত খরচ কিছুটা কম হতে পারে। তবে বিশেষজ্ঞদের অনুমান, তাতেও ৭,০০০ কোটি মার্কিন ডলারের চেয়ে কম হওয়ার সম্ভবনা কম।
এয়ার ইন্ডিয়ার অর্ডারের বিস্তারিত
যে ৪৭০টি বিমান কেনার অর্ডার এয়ার ইন্ডিয়া দিয়েছে, তার মধ্যে ৭০টি বড় আকারের বিমান। এগুলো দূরপাল্লার রুটে চলাচলের জন্য কেনা হচ্ছে। বেশিসংখ্যক বিমান কেনার অর্ডার পেয়েছে এয়ারবাস। কিন্তু, বড় আকারের বিমান কেনার বেশি অর্ডার পেয়েছে বোয়িং। যার মধ্যে রয়েছে ৭০টি বড় ধরনের বিমান। অবশ্য, এয়ারবাসের অতবড় আকারের বিমান আছে কি না, সেটাও একটা বড় প্রশ্ন। যাইহোক, সব বিমানগুলো একই সাইজের, এই আয়তনের দিক দিয়ে ধরলে অর্ডার করা বিমানের সংখ্যা ৪৭০ না। বরং, ৫৪০টি ধরতে হবে।
আরও পড়ুন- নতুন না, ভারতে বিবিসির সম্প্রচার বারবার ধাক্কা খেয়েছে, জানেন সেকথা?
বর্তমানে এয়ার ইন্ডিয়ার আছে
বর্তমানে এয়ার ইন্ডিয়ার কাছে ১৪০টি বেশ মজবুত আকারের বিমান আছে। তবে, তার সবগুলোই ছোট আকারের বিমান। ভারতের অভ্যন্তরে বিমান পরিষেবার জন্য এয়ার ইন্ডিয়া সাধারণত এয়ারবাসের ওপর নির্ভর করে। আর, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বোয়িং-এর ছোট আকারের বিমান ব্যবহার করে। আর, বেশ বড় আকারের বিমান দরকার হলে ব্যবহার করা হয় বোয়িং-এর বড় বিমানগুলো।
Read full story in English