Advertisment

Explained: মোদী জমানায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত?

নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi

নরেন্দ্র মোদী

বুধবার নয়াদিল্লিতে ভারত মণ্ডপম নামে নবনির্মিত আন্তর্জাতিক প্রদর্শনী-কাম-কনভেনশন সেন্টার (আইইসিসি) উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে তিনি যখন ২০১৪ সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন ভারত ছিল বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দ্বিতীয় মেয়াদে তিনি বলেছিলেন, ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন, 'আমি নিশ্চিত করতে চাই যে আমাদের সরকারের তৃতীয় মেয়াদে, ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে।'

Advertisment

একটি অর্থনীতিকে মোট দেশীয় পণ্য (জিডিপি) দ্বারা পরিমাপ করা হয়। যা একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার বাজার মূল্য। এখানে জিডিপি বিলিয়ন মার্কিন ডলারে প্রকাশ করা হয়। আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারত ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে এই সময়টা আসবে মোদী সরকারের তৃতীয় মেয়াদের মাঝামাঝি। কারণ, এটি জার্মানি (বর্তমানে চতুর্থ বৃহত্তম) এবং জাপান (বর্তমানে তৃতীয় বৃহত্তম) উভয়কেই ছাপিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ভারত কীভাবে এতগুলো দেশকে দ্রুত ছাড়িয়ে যাচ্ছে, তার ব্যাখ্যাটি হল- অন্যান্য অর্থনীতিকে ছাপিয়ে যাওয়া একটি আপেক্ষিক অনুশীলন। প্রত্যেকের অবশ্যই ভারতের পাশাপাশি অন্যান্য দেশগুলোর অর্জিত বৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত। ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতের জিডিপি ৮৩% বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে চিনের দ্বারা অর্জিত ৮৪% বৃদ্ধির থেকে এটি একটু কম। তবে, মার্কিন জিডিপির থেকে অনেক বেশি। কারণ, মার্কিন জিডিপি ৫৪% বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন- অনাস্থা প্রস্তাবের বিরাট গুরুত্ব আছে, জানেন কি?

যাইহোক, এই তিনটি দেশ বাদে, অন্য সব শীর্ষ বা প্রথমসারির ১০টি দেশের জিডিপি কিন্তু স্থবির। এমনকী, ২০১৪ সাল থেকে ৯ বছরে ভারত যে পাঁচটি দেশকে ছাড়িয়ে গেছে, তার মধ্যে ব্রিটেনের মোট জিডিপি মাত্র ৩%, ফ্রান্সের ২%, রাশিয়ার ১% বৃদ্ধি পেয়েছে। ইতালির জিডিপি মোটেও বৃদ্ধি পায়নি। আর, ব্রাজিলের জিডিপি ১৫% কমে গিয়েছে।

India economy Modi Government
Advertisment