Advertisment

Explained: বিরোধী শীর্ষ নেতা থেকে সাংবাদিক, আড়িপাতা হচ্ছে ফোনে, কী জানাচ্ছে অ্যাপল?

বিপদ থেকে বাঁচাতে পারে লকডাউন মোড।

author-image
IE Bangla Web Desk
New Update
mahua moitra apple alert.

টিএমসি সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছেন যে তিনি তাঁর ডিভাইসে অ্যাপলের থেকে সতর্কবার্তা পেয়েছেন। (পিটিআই/এক্সের মাধ্যমে ছবি)

বেশ কিছু শীর্ষ বিরোধী নেতা এবং কয়েকজন সাংবাদিক তাঁদের আইফোনে সরকারি নজরদারির চেষ্টার অভিযোগ করেছেন। অ্যাপল থেকে একটি বিজ্ঞপ্তি পাওয়ার পরই তাঁরা এই কথা জানিয়েছেন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নজরদাররা সম্ভবত এই ব্যক্তিদের নিশানা করেছে। জানতে চাইছে যে, তাঁরা কে বা তাঁরা কী করেন এবং তাঁদের আইফোনে 'লকডাউন মোড'-এর বৈশিষ্ট্যই বা কী! এই ব্যাপারে অ্যাপল ব্যবহারকারীদের নিয়মিত পরামর্শ দেয়। এটা এই ফোনের বৈশিষ্ট্য। সেভাবেই অ্যাপল ২০২১ সালের শেষের দিক থেকে এই স্বয়ংক্রিয় বিজ্ঞপ্তিগুলি পাঠাচ্ছে। এখনও পর্যন্ত অ্যাপল ১৫০ জনকে এমন বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

Advertisment

অ্যাপলের বৈশিষ্ট্য হল, জানিয়ে দেয় নজরদার কারা

তবে, এবার অভিযোগ ওঠার পরে, অ্যাপল মঙ্গলবার এক বিবৃতি দিয়েছে। তাতে তারা দাবি করেছে, এর নজরদারির পিছনে তারা কোনও নির্দিষ্ট সরকারি সংস্থাকে দায়ী করেনি। আগে জারি করা নোটে টেক জায়ান্ট অ্যাপল বলেছিল, 'সরকারি নজরদাররা খুব প্রশিক্ষিত। তারা সময় বিশেষে এই নজরদারি চালায়। সেটা যখন তখন ঘটতে পারে। কিছু ক্ষেত্রে অবশ্য নজরদারি শনাক্ত করা যায় না। আবার, কিছু বিজ্ঞপ্তি ভুলও হতে পারে।' সরকারি নজরদাররা পরিচয় এবং কার্যকলাপের ওপর ভিত্তি করেই নির্দিষ্ট কিছু ব্যক্তি এবং তাঁদের ডিভাইসগুলির ওপর নজরদারি চালান। এই ধরনের নজরদারির ধরন নিয়মিত সাইবার অপরাধীদের চেয়ে অনেকটাই আলাদা। নিয়মিত সাইবার অপরাধীরা সাধারণত আর্থিক লাভের জন্য বিপুল সংখ্যক ব্যবহারকারীকে নিশানা করে। আর, সরকারি নজরদারি স্বল্পস্থায়ী হয় এবং এটি ব্যক্তিবিশেষের ওপর নজরদারি চালায়। সনাক্তকরণ এড়াতে এবং দুর্বলতা কাজে লাগাতে রীতিমতো ছক কষে চলে নজরদারি। যা জনসাধারণের কাছে গোপন রাখা হয়।

কেন সতর্ক করে অ্যাপল?

অ্যাপল বিজ্ঞপ্তি দিয়ে ব্যবহারকারীদের সতর্ক করে। গ্রাহকের সুরক্ষার স্বার্থেই সংস্থাটি ফোনে এমন বৈশিষ্ট্য রেখেছে। কারণ, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রনায়ক বা পদাধিকারীরা যাতায়াত করেন। সেক্ষেত্রে তাঁদের ফোনে কোনও আড়িপাতা হচ্ছে কি না, তাঁদের ফোনে অবাঞ্ছিত কেউ নজরদারি চালাচ্ছে কি না, সেই ব্যাপারে গ্রাহকদের বিজ্ঞপ্তি দিয়ে সুরক্ষা দিতেই ফোনে বিশেষ বৈশিষ্ট্য রেখেছে অ্যাপল। সেই সুরক্ষার অংশ হিসেবে, সংস্থাটি এমন একটি ব্যবস্থা তৈরি করেছে, যা এই ধরনের নজরদারির চেষ্টা হলেই চিহ্নিত করতে পারে। আর, গ্রাহকের ইমেল বা মেসেজে বার্তা দিয়ে তা জানিয়ে দেওয়া হয়। কিছু রাজনীতিবিদ, সাংবাদিক এবং বিশিষ্টরা এই জাতীয় বিজ্ঞপ্তিই পেয়েছেন বলে মনে করা হচ্ছে। এই ব্যাপারে আগে এক বার্তায় অ্যাপল বলেছিল, 'আমরা কী ভাবে বুঝতে পারি, আর কখন বিজ্ঞপ্তি দিতে পারি, সেই ব্যাপারে জানানো যাবে না। এক্ষেত্রে, গ্রাহকের সুরক্ষাই সংস্থার প্রধান লক্ষ্য।'

অ্যাপল কী পরামর্শ দেয়?

অ্যাপল তার বিজ্ঞপ্তিগুলির সঙ্গে কিছু অতিরিক্ত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়। যা ব্যবহারকারীরা তাদের ডিভাইসগুলিকে সুরক্ষিত রাখতে এবং তাদের গোপনীয়তা রক্ষা করতে সাহায্য করে। অ্যাপল এমন কিছু সাধারণ নিরাপত্তা টিপসের সুপারিশ করে, যার সর্বশেষ হল সফটওয়্যার সংস্করণ আপডেট করা, পাসকোড সেট করা, ডি-ফ্যাক্টর প্রমাণীকরণের ব্যবস্থা করা, অ্যাপল আইডির জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। অ্যাপল সুপারিশ করে যে ব্যবহারকারীদের শুধুমাত্র অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত। প্রতিটি অনলাইন অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। অজানা উৎস থেকে আসা লিংক বা সংযুক্তি ক্লিক করা এড়ানো উচিত। অ্যাপল আরও পরামর্শ দেয় যে ব্যবহারকারীদেররা লক মোড সক্রিয় রাখা উচিত। এই ধরনের বিরল এবং অত্যাধুনিক সাইবার আক্রমণ থেকে বিশেষভাবে রক্ষা করার জন্য তার সর্বশেষ সফটওয়্যার আপডেটগুলিতে ব্যবস্থা আছে।

আরও পড়ুন- হামাস-ফাতাহ বিরোধ: কীভাবে ইজরায়েল তা বাড়িয়ে তুলেছে?

লকডাউন মোড কী?

ফোন যখন লকডাউন মোডে রাখা হয়, তখন তা উচ্চ নিরাপত্তার মধ্যে থাকে। কারণ, তখন ফোনের প্রায় সব কাজকর্মই বন্ধ থাকে। অবাঞ্ছিত নজরদাররা তাই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে না। ব্যবহারকারীও বার্তা যুক্ত করতে পারেন না।। লিংক পাঠাতে বা গ্রহণ করতে পারেন না। লকডাউন মোড শুধুমাত্র iOS ১৬ বা তার পরের, iPadOS ১৬ বা তারও পরের, watchOS ১০ এবং macOS Ventura আর তার পরবর্তী ডিভাইসগুলিতেই পাওয়া যায়। অ্যাপল বলে যে এই ধরনের নজরদারি বিরল এবং শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে এই ধরনের সরকারি নজরদারি চলে। সেই পরিস্থিতিতে ডিভাইস বা ডেটা বাঁচাতে সেটিংসে গিয়ে লকডাউন মোড চালু করতে পারেন গ্রাহক। তাতে নিরাপত্তা, বাড়ে। গোপনীয়তা রক্ষা পায়।

Mahua Moitra apple Modi Government
Advertisment