করোনা আবহে খুলেছে স্কুল, পড়ুয়াদের কোন কোন নিয়ম মানা আবশ্যক?

কেন্দ্র সরকার ১৫ অক্টোবরের পর পর্যায়ক্রমে স্কুল পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। তবে কোন সময় স্কুলগুলি খুলবে তা রাজ্যগুলি নিজেরাই দ্বারা সিদ্ধান্ত নেবে।

কেন্দ্র সরকার ১৫ অক্টোবরের পর পর্যায়ক্রমে স্কুল পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। তবে কোন সময় স্কুলগুলি খুলবে তা রাজ্যগুলি নিজেরাই দ্বারা সিদ্ধান্ত নেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনাভাইরাস সংক্রমণ রুখতে লকডাউন আরোপ করার আগেই মার্চ মাসের মাঝামাঝি থেকে ভারতজুড়ে স্কুলগুলি বন্ধ ছিল। কেন্দ্র সরকার ১৫ অক্টোবরের পর পর্যায়ক্রমে স্কুল পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। তবে কোন সময় স্কুলগুলি খুলবে তা রাজ্যগুলি নিজেরাই দ্বারা সিদ্ধান্ত নেবে।

Advertisment

এখন স্কুল তো খুলছে, দেশে করোনা প্রাদুর্ভাব কিছুটা কমলেও নির্মূল হয়নি। সেই আবহে পড়ুয়া ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা-কর্মীদের জন্য কী কী মানা বাধ্যতামূলক? শিক্ষা মন্ত্রক দ্বারা প্রকাশ করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি। এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক-

publive-image publive-image publive-image publive-image publive-image publive-image

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus