Advertisment

Aurangzeb born: মোদী আর ঔরঙ্গজেবের জন্ম একই জায়গায়, বিরাট তথ্য সামনে আনলেন রাউত

Modi on Aurangzeb: জবাবে কী বলেছেন প্রধানমন্ত্রী?

author-image
IE Bangla Web Desk
New Update
Aurangzeb, Modi

Aurangzeb-Modi: রাউত এক জনসভায় বিষয়টি সামনে এনেছেন। (ছবি- এক্সপ্রেস)

Aurangzeb & Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। আওরঙ্গজেব ১৬১৮ সালের ৩ নভেম্বর, বর্তমান গুজরাটের দোহাদে (বা দাহোদ জেলায়) জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন যুবরাজ খুররামের (সম্রাট শাহজাহান) ষষ্ঠ সন্তান এবং দারাহ শুকোহ আর শাহ সুজার পর তৃতীয় পুত্র। তাই আওরঙ্গজেব তাঁর প্রথম বছরগুলো গুজরাটেই কাটিয়েছেন। ১৬২২ সালে তাঁর পিতা মুঘল সম্রাট জাহাঙ্গির, তাঁর ঠাকুর্দার বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নিলে, ঔরঙ্গজেবকেও গুজরাট ছাড়তে হয়।

Advertisment

ইতিহাস যা বলে

কিছু ঐতিহাসিক দাবি করেন যে যুবরাজ খুররামের বিদ্রোহ দমন করার পর, তাঁর বড় ছেলে দারা ও আওরঙ্গজেবকে 'পণবন্দি' হিসেবে জাহাঙ্গিরের কাছে পাঠানো হয়েছিল। এই দুজন ১৬২৬ সালের জুন মাসে লাহোরে জাহাঙ্গিরের দরবারে পৌঁছান। ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার তাঁর, 'A Short History of Aurangzib, 1930' বইয়ে এমনটাই লিখেছেন। অনেকে অবশ্য সেই দাবি মানতে রাজি হননি। সে যাই হোক, আওরঙ্গজেব তাঁর জীবনের প্রথম ৮ বছর গুজরাটেই কাটিয়েছিলেন।

মুঘল সাম্রাজ্যে গুজরাট

গুজরাট ১৫৭৩ সালে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। সেই সময় তৎকালীন মুঘল সম্রাট আকবর গুজরাটের তৎকালীন সম্রাট তৃতীয় মুজফফর শাহকে পরাস্ত করেন। এর পরবর্তীতে গুজরাট মুঘল সুবেদারদের দ্বারাই শাসিত হয়। আর, মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রদেশে পরিণত হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ১৬১২ সালে তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গির (রাজত্বকাল ১৬০৫-২৭) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাট বন্দরে কারখানা, গুদাম এবং বন্দর স্থাপনের অনুমতি দিয়েছিলেন। এরপরই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমাগত গুজরাটে তাদের উপস্থিতি বাড়াতে শুরু করে। আওরঙ্গজেবের শাসনকালে (১৬৫৭-১৭০৮), ছত্রপতি শিবাজী মহারাজ সুরাট বন্দর-সহ গুজরাট প্রদেশের মুঘল চৌকিতে অভিযান চালানো শুরু করেন। এই অস্থিরতার ফলে, সুরাট বন্দরের উল্লেখযোগ্য ক্ষতি হয়।

রাউত যা বলেছেন

আর, এসবই তাঁর বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেছেন সঞ্জয় রাউত। এক সমাবেশে তিনি বলেছেন, 'শিবাজি মহারাজের জন্ম হয়েছিল মহারাষ্ট্রে। আর, আওরঙ্গজেব জন্মেছিলেন গুজরাটে, যেখানে (নরেন্দ্র) মোদীর জন্ম হয়েছিল। (মোদী আজ) মহারাষ্ট্রের বিরুদ্ধে আওরঙ্গজেবের মত মনোভাব নিয়ে চলছেন, শিবসেনা এবং আমাদের আত্মসম্মানকে আক্রমণ করছেন।'

আরও পড়ুন- নেতারা জেলে! কংগ্রেস রেডিওই জ্বালিয়ে রেখেছিল স্বাধীনতার আগুন, জানেন সেই রোমহর্ষক কাহিনি?

জবাবে প্রধানমন্ত্রী বলেছেন

বুধবার (২০ মার্চ) প্রধানমন্ত্রী, সঞ্জয় রাউতের এই আক্রমণের জবাব এক অনুষ্ঠানে দিয়েছেন। মোদী বলেছেন, 'আমার বিরোধীরা নতুন রেকর্ড গড়েছে। মোদীকে দেওয়া তাদের গালিগালাজের সংখ্যা বেড়ে ১০৪ হয়ে গিয়েছে। তাঁরা আমাকে ঔরঙ্গজেব বলছে। আমার মাথা কেটে নেওয়ার ফতোয়া দিচ্ছে।'

Mughal Invasion gujrat modi bjp Maharashtra Shivaji
Advertisment