scorecardresearch

Explained: নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে তুমুল বিতর্ক, কেন চরম বাগযুদ্ধে বিজেপি-কংগ্রেস?

রবিবার, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হওয়ার কথা।

New _Parliament

বিজেপি এবং কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবনের আসন্ন উদ্বোধনকে কেন্দ্র করে চরম বাগযুদ্ধ শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি অভিযোগ করেছেন যে কংগ্রেস সংবিধান থেকে ‘ইচ্ছেমতো ভুল উদ্ধৃতি’ দিচ্ছে। কারণ, তাদের মধ্যে ‘জাতীয় চেতনা ও অনুভূতির অভাব আছে।’ আর, উলটোদিকে বিজেপি দেশের বা ভারতের অগ্রগতিতে ‘গর্বিত’।

এই বিতর্কের সূত্রপাত, রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে। তা নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী তথা বিজেপির কঠোর সমালোচনা করেছেন। নিন্দা করেছেন শশী থারুর ও মণীশ তিওয়ারিদের মত প্রবীণ কংগ্রেস নেতারাও।

জবাবে এবার বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মুখ খুললেন হরদীপ সিং পুরি। সমালোচনায় পুরি জানিয়েছেন যে কংগ্রেস নেতারা এখন তাঁদের ভন্ডামিকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করছেন। পুরি মনে করিয়ে দেন যে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৭৫-এর ২৪ অক্টোবর সংসদের অ্যানেক্স ভবনের ভবনের উদ্বোধন করেছিলেন।

আর, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৮৭ সালের ১৫ আগস্ট সংসদ লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেই সময় কিন্তু, কংগ্রেসের একবারের জন্যও মনে হয়নি যে প্রধানমন্ত্রী এই সব কাজ করছেন। আসলে, এই সব কাজগুলো রাষ্ট্রপতির করা উচিত।

তবে, পুরি সবটা সত্য বলেননি। কারণ, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অ্যানেক্স ভবনের উদ্বোধন করলেও, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভারতের সেই সময়কার রাষ্ট্রপতি। আর, প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সংসদের লাইব্রেরি বা গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও তার উদ্বোধন করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু, বিজেপি জমানায় সেসব পাঠ চুকে গিয়েছে। ২০১৭ সালের জুলাইয়ে মোদী জমানার প্রথমার্ধে অ্যানেক্সের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এবার তো তিনি নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন।

আরও পড়ুন- নতুন সংসদ ভবন, শিগগিরি হবে উদ্বোধন, এতে যা আছে জানলে চমকে যাবেন

কংগ্রেসের বক্তব্য, সংবিধানের ৬০ এবং ১১১ নম্বর ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি হলেন সংসদের প্রধান। শুধু তাই নয়, রাষ্ট্রপতি সরকার থেকে বিরোধী- প্রতিটি সাধারণ মানুষের প্রতিনিধি। তাই সংসদ ভবন যেহেতু সরকার ও বিরোধী, সকলেরই। তাই নতুন সংসদ ভবনের উদ্বোধনও রাষ্ট্রপতিরই করা উচিত।

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: Bjp cong war of words on parliament buildings and constitutional provisions