scorecardresearch

Explained: নর্মদা বাঁচাও আন্দোলনে মেধার ভূমিকা কী ছিল? পাটকর ইস্যুতে কংগ্রেসকে তোপ বিজেপির

রাহুলের পদযাত্রায় মেধার যোগদানের প্রসঙ্গ বারবার টেনে আনছেন বিজেপি নেতৃত্ব।

Medha Patkar and Rahul Gandhi

নর্মদা বাঁচাও আন্দোলনে মেধা পাটকরের ভূমিকা কী ছিল? এই প্রশ্ন তুলে রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রায় মেধা পাটকরের যোগদান ইস্যুতে কড়া সমালোচনায় মুখর হল বিজেপি। দলের অন্যান্য নেতা ও নেত্রীদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মেধা ইস্যুতে মুখ খুলেছেন। তবে, বিজেপির মেধা বিরোধিতা নতুন কিছু না।

মেধার বিরুদ্ধে সরব বিজেপি
এর আগে পাটকর যখন আম আদমি পার্টির সদস্য ছিলেন, সেই সময়ও তাঁর বিরুদ্ধে বিজেপি নেতৃত্ব সমালোচনায় মুখর হয়েছিলেন। দেশজুড়ে ভারত জোড় যাত্রা করছেন রাহুল গান্ধী। একের পর এক রাজ্যের মধ্যে দিয়ে তাঁর পদযাত্রা যাচ্ছে। গুজরাটের মধ্যে দিয়ে সেই পদযাত্রা যাওয়ার সময় মেধা পাটকর তাতে যোগ দিয়েছিলেন।

রাহুল-মেধা একসঙ্গে
বিভিন্ন সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, রাহুল গান্ধী এবং মেধা পাটকর একসঙ্গে হাঁটছেন। হাঁটার মধ্যেই পাটকরকে কিছু একটা বলছেন রাহুল। আর, মেধা পাটকরও তা বেশ আগ্রহ নিয়ে শুনছেন। সোমবার, ২১ ফেব্রুয়ারি এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা যায়, ‘আজ সুরেন্দ্রনগর জেলায় মা নর্মদার স্মরণ একটা স্বাভাবিক ঘটনা। আমি নিজেও নর্মদা প্রকল্প উপলক্ষে বহুবার সুরেন্দ্রনগরে গিয়েছি। কারণ, এই প্রকল্পে এই জেলাই সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। কিন্তু, তাঁদের কথা ভাবুন, যাঁদের দেশবাসী ক্ষমতা থেকে বিতাড়ন করেছেন। এই সমস্ত লোকজন আজ ক্ষমতার জন্য পদযাত্রা করছেন।’

আরও পড়ুন- বিশ্বকাপে অবাক-কাণ্ড! জাতীয় সংগীত গাইলেন না ইরানের ফুটবলাররা, কিন্তু কেন?

মোদীর অভিযোগ
তবে, রাহুল গান্ধীর পদযাত্রা নিয়ে মোদী কিন্তু, এই প্রথমবার মুখ খুললেন না। মাত্র কয়েকদিন আগেই তিনি একইসুরে রাহুল তথা কংগ্রেসের সমালোচনা করেছিলেন। আর, সেখানেই টেনে এনেছিলেন মেধা প্রসঙ্গ। ওই সভায় মোদী বলেছিলেন, ‘সেই লোকগুলোর কথা ভাবুন, যাঁরা নর্মদা প্রকল্পটাকে আটকে রেখেছিল। কচ্ছ এবং সৌরাষ্ট্রে নর্মদাই জলের একমাত্র উৎস। সেই জল তিন দশক আটকে রাখা হয়েছিল। তারা আদালতে গিয়েছিল। বিক্ষোভ শুরু করেছিল। তারা গুজরাটের বদনাম করে ছেড়েছিল। কেউ, এমনকী বিশ্বব্যাংক পর্যন্ত গুজরাটকে ঋণ দিচ্ছিল না সেই সময়। গতকাল কংগ্রেসের একজন নেতা পদযাত্রা করেছেন, সেই বিক্ষোভকারী বোনের কাঁধেই হাত দিয়ে।’

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: Bjp criticises congress over medha patkar issue