Advertisment

Loksabha Election 2024: গড় জয়ের ব্যবধানে কংগ্রেসকে টেক্কা বিজেপির, সামান্য হলেও মার্জিন বাড়াল তৃণমূলও

Victory margin: বিজেপি এবং কংগ্রেস উভয় দলই ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালের নির্বাচনে নিকটতম প্রার্থীর তুলনায় তাদের গড় জয়ের ব্যবধান বাড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi, Narendra Modi, রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী,

Rahul Gandhi-Narendra Modi: উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং হরিয়ানার মত রাজ্যগুলোয়, বিজেপির গড় বিজয়ের ব্যবধান প্রায় ২.৭৬ লক্ষ ভোট। যা কংগ্রেসের গড় ব্যবধান ২.০৫ লক্ষ-কে ছাড়িয়ে গেছে। (এক্সপ্রেস ফাইল ছবি)

BJP retains edge in overall victory margin: ১৮তম লোকসভার সদ্যসমাপ্ত নির্বাচনে, ক্ষমতাসীন বিজেপি ২৪০টি আসন পেয়েছে। যা ২০১৯ সালের নির্বাচনে বিজেপির পাওয়া ৩০৩ আসনের চেয়ে অনেক কম। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেস ৯৯টি আসনে জিতেছে। যা ২০১৯ সালে পাওয়া ৫২টি আসনের সংখ্যার প্রায় দ্বিগুণ। শুধু তাই নয়, বিজেপি এবং কংগ্রেস উভয় দলই ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালের নির্বাচনে নিকটতম প্রার্থীর তুলনায় তাদের গড় জয়ের ব্যবধান বাড়িয়েছে। তবে, বিজেপির গড় জয়ের ব্যবধান কংগ্রেসের থেকে বেশি।

Advertisment

বিজেপি এবং কংগ্রেসের মার্জিন

তবে, তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষিত আসনগুলোয়, কংগ্রেস বিজেপির চেয়ে বড় গড় ব্যবধানে জিতেছে। ২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফলের বিশ্লেষণ করে দেখা গিয়েছে, প্রাপ্ত ২৪০টি আসনে নিকটতম প্রার্থীর তুলনায় বিজেপি প্রার্থীর গড় জয়ের ব্যবধান প্রায় ৩.৩৬ লক্ষ ভোট। তুলনায় ৯৯টি আসনে নিকটতম প্রার্থীর তুলনায় কংগ্রেস প্রার্থীর ভোটের গড় ব্যবধান প্রায় ২.৯৬ লক্ষ ভোট। ২০১৯ সালে, বিজেপি প্রায় ২.৩২ লক্ষ ভোটের গড় ব্যবধানে ৩০৩টি আসনে জিতেছিল। আর, কংগ্রেস প্রায় ১.২১ লক্ষ ভোটের গড় ব্যবধানে ৫২টি আসনে জিতেছিল। অর্থাৎ, এবার বিজেপির গড় মার্জিন ৪৪% আর কংগ্রেসের ১৪৪% বৃদ্ধি পেয়েছে।

গোবলয়ের পরিস্থিতি

উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং হরিয়ানার মত গোবলয়ের রাজ্যগুলোতে, বিজেপির গড় বিজয়ের ব্যবধান প্রায় ২.৭৬ লক্ষ ভোট। যা কংগ্রেসের ২.০৫-লক্ষ গড় ভোটের ব্যবধানকেও ছাড়িয়ে গিয়েছে। বিজেপি উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানায় বড় ক্ষতির মুখোমুখি হয়েছে। আর, কংগ্রেস মধ্যপ্রদেশে একটাও আসনে জিততে পারেনি। সমাজবাদী পার্টি (এসপি) এবার ইউপিতে ৩৭টি আসনে জিতে লোকসভা নির্বাচনে সেরা ফল করেছে। এই আসনগুলোতে তার গড় জয়ের ব্যবধান ছিল ৭৭,৫৫৬ ভোট। ২০১৯ সালে, সমাজবাদী পার্টি মাত্র পাঁচটি আসনে জিতেছিল। সেই সময় তাদের গড় জয়ের ব্যবধান ছিল প্রায় ১.৪৭ লক্ষ ভোট।

আরও পড়ুন- পিছনে কোন রহস্য? বিজেপি, এনডিএ শরিক, বিরোধীরা, সকলেই কাছের কাউকে স্পিকার পদে চাইছে

পশ্চিমবঙ্গের ফলাফল

তৃণমূল কংগ্রেস (টিএমসি) পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ২৯টি-তে জিতেছে। তাদের জয়ের ব্যবধান গড়ে প্রায় ১.৬৯ লক্ষ ভোট। ২০১৯ সালে তৃণমূল কংগ্রেস গড়ে প্রায় ১.৬৩ লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিল। পশ্চিমবঙ্গে বিজেপি গড়ে ৭৫,৪৭৪ ভোটের ব্যবধানে ১২টি আসনে জিতেছে। বিজেপি গত কয়েক বছর ধরেই বাংলায় তাদের সমর্থন বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

CONGRESS tmc bjp loksabha election 2024
Advertisment