Advertisment

Indian student in Canada: কানাডায় বিদেশি ছাত্রদের ওপর নিষেধাজ্ঞা, কতটা প্রভাব পড়বে ভারতীয়দের ওপর?

College Degree: আর কিছু নাই হোক, এটা স্পষ্ট যে কম ভিসা মানে, অল্পসংখ্যক ভারতীয় শিক্ষার্থী কলেজ ডিগ্রির জন্য কানাডায় যেতে পারবেন।

IE Bangla Web Desk এবং Chinmoy Bhattacharjee
New Update
Canada, College Visa

Canada-Students Visa: মিলার তাঁর অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছেন, 'এবছর প্রায় ৩৬০,০০০টি অনুমোদিত স্টাডি পারমিট পাওয়ার আশা করা যাচ্ছে, এবং তাদের ডিএলআইগুলির (নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান) মধ্যে বিতরণ করার জন্য প্রদেশ এবং অঞ্চলগুলিতে বরাদ্দ করা হবে।'

Canada Federal Government: কানাডার ফেডারেল সরকার জানিয়েছে যে তারা আসন্ন একাডেমিক সেশন থেকে শুরু করে দুই বছরের জন্য আন্তর্জাতিক ছাত্র ভিসার সংখ্যা সীমাবদ্ধ করছে। কম ভিসা মানে, কম ভারতীয় শিক্ষার্থী কলেজ ডিগ্রির জন্য কানাডায় যেতে পারবেন।

Advertisment
  • ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাডেমিক সেশন।
  • ৩১ মার্চ পর্যন্ত স্টাডি পারমিটের আবেদন গ্রহণ বন্ধ থাকছে।
  • এবছর প্রায় ৩৬০,০০০টি অনুমোদিত স্টাডি পারমিট পাওয়ার সম্ভাবনা থাকছে।

কানাডা আন্তর্জাতিক ছাত্র ভিসার সংখ্যা কত কমাচ্ছে?

কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগের মন্ত্রী মার্ক মিলার, সোমবার ঘোষণা করেছেন যে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া একাডেমিক সেশনের জন্য, নতুন আন্তর্জাতিক ছাত্র পারমিটের সংখ্যা ২০২৩-এর থেকে ৩৫% কমবে। মিলার তাঁর অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছেন, 'এবছর প্রায় ৩৬০,০০০টি অনুমোদিত স্টাডি পারমিট পাওয়ার আশা করা যাচ্ছে, এবং তাদের ডিএলআইগুলির (নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান) মধ্যে বিতরণ করার জন্য প্রদেশ এবং অঞ্চলগুলিতে বরাদ্দ করা হবে।'

আরও পড়ুন- রাহুল গান্ধীকে বটদ্রভা থান পরিদর্শনে বাধা, এনিয়ে হইচইয়ের পিছনে কোন বিরাট রহস্য?

মন্ত্রীদেরকে জানানো হয়েছে

পোস্টে মিলার আরও বলেছেন, 'প্রদেশগুলোকে আবশ্যিকভাবে গৃহীত ছাত্রদের জন্য অ্যাটেস্টেশন লেটার জারি করতে হবে। প্রদেশগুলো যাতে সেই কাজটা করতে পারে, সেজন্য ৩১ মার্চ পর্যন্ত স্টাডি পারমিটের আবেদন গ্রহণ বন্ধ থাকছে।' মিলার জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের স্টাডি পারমিটের জন্য নির্ধারিত সংখ্যা চলতি বছরের শেষে স্থির করা হবে। এই সংখ্যাটা স্থায়ী নয় বলেও কানাডার মন্ত্রী জানান। মিলার, কানাডার পার্লামেন্টের আসন্ন অধিবেশনের আগে ক্ষমতাসীন লিবারেল পার্টির মন্ত্রীদের জন্য মন্ট্রিলে তিন দিনের রিট্রিটে বক্তৃতা দেন। পোস্ট-গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট প্রোগ্রাম (PGWP)-এর পরিবর্তনের কথাও তিনি ঘোষণা করেন। এই পারমিটের ভিত্তিতেই আন্তর্জাতিক ছাত্ররা কানাডায় পড়ার পর সেদেশে কাজ করার অনুমতি পান।

আরও পড়ুন- ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশাল ঘোষণা মোদীর, আবার কোনও চমক নাকি?

সুযোগ কমছে ওষুধ এবং আইনের ছাত্রদের

মিলার বলেন, 'এই সেশন ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু হবে। আমরা পাঠ্যক্রমের লাইসেন্সিং ব্যবস্থার অধীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর PGWP (অর্থাৎ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির লাইসেন্স) ইস্যু করব না। এছাড়াও, আগামী সপ্তাহগুলোতে আমরা মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রামগুলো ছাড়াও আন্তর্জাতিক ছাত্রদের স্বামী/ স্ত্রীদের আর ওয়ার্ক পারমিট ইস্যু করব না। আমরা ওষুধ এবং আইনের মতো পেশাদার কোর্সগুলোয় ভর্তি হওয়া পড়ুয়াদের অব্যাহতি দেওয়ার লক্ষ্যে কাজ করব।'

India Canada Modi Government
Advertisment