Car insurance can protect against flood damages: বর্ষা এগিয়ে আসছে। এতে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলো তাপপ্রবাহ থেকে রক্ষা পেয়েছে বটে। কিন্তু, অনেক প্রতিকূলতারও মুখোমুখি হয়েছে। শুক্রবার (২৮ জুন), দিল্লিতে ৮৮ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। বিশেষ করে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। যানজট এবং বিদ্যুৎ বিভ্রাটের জেরে সমস্যার সৃষ্টি হয়েছে। জল জমে গাড়ি পার্ক করার জায়গাগুলোও প্লাবিত হয়েছে। দুই চাকার বহু গাড়ি তো ডুবেই গেছে।
গাড়ির ক্ষতি
গাড়িতে জল ঢুকলে গাড়ির ইঞ্জিন বৈদ্যুতিক ব্যবস্থা এবং অভ্যন্তরীণ অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের বন্যায় ক্ষতিগ্রস্ত গাড়ি মেরামত করা মালিকদের ওপর একটি ভারী আর্থিক বোঝা চাপিয়ে দেবে। যদিও বাজারে একাধিক গাড়ির বিমা প্ল্যান এবং অ্যাড-অন আছে, তবে একটি উপযুক্ত গাড়িবীমা বেছে নেওয়া জরুরি। কারণ, এক্ষেত্রে একমাত্র সেটাই বন্যার ক্ষতি থেকে গাড়ির মালিকদের বাঁচাতে পারে।
বন্যা কীভাবে গাড়ির ক্ষতি করতে পারে?
গাড়িতে জল প্রবেশের ফলে ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক সিস্টেমের ক্ষতি হয়। গাড়িতে মরিচা পড়ে যায়। গাড়িতে দুর্গন্ধ ছড়ায়। জল অত্যধিক প্রবেশ করে এক্সপোজারে গিয়ারবক্সের ক্ষতি করতে পারে। এতে পার্ক করা গাড়ির আসন, প্যানেলেরও ক্ষতি হতে পারে। এই সমস্যাগুলোর মধ্যে কিছুটা প্রথমেই ধরা পড়ে। বাকিটা ধরা পড়ে সময়ের সঙ্গে।
যে কোনও গাড়ীবিমা পলিসিই কি যথেষ্ট?
বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্সের চিফ টেকনিক্যাল অফিসার টিএ রামালিঙ্গম বলেছেন, 'একটি ঠিকঠাক গাড়িবিমা পলিসি আগুন, বন্যা এবং চুরির থেকে সব ধরনের দুর্ঘটনা, সবকিছু থেকে গাড়িকে রক্ষা করে।' ঠিকঠাক গাড়িবিমা পলিসি, বন্যায় গাড়ির ক্ষতি হলে কভারেজ দেয়। অবশ্য সেটা গাড়ির বয়সের ভিত্তিতে অবমূল্যায়ন সাপেক্ষে। সমস্ত প্লাস্টিক এবং রাবারের যন্ত্রাংশের জন্য ৫০% অবচয় খরচ ধরা হয়। যার মানে মোট মেরামত খরচের মাত্র অর্ধেক ফেরত দেওয়া হবে। আর, পলিসি যাঁদের আছে, তাঁদের বাকি খরচ বহন করতে হবে।
আরও পড়ুন- এবার কুনমিং থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রেন, এ কোন ফন্দি চিনের?
চালকের ইচ্ছাকৃত পদক্ষেপে
যদিও মৌলিক সর্বাত্মক গাড়িবিমা পলিসি বন্যা সংক্রান্ত সমস্ত ক্ষতির জন্য কভারেজ দেয়। কিন্তু, চালকের ইচ্ছাকৃত পদক্ষেপে গাড়ির ক্ষতি হলে বিমা কোম্পানিগুলো ক্ষতিপূরণ দিতে অস্বীকার করতে পারে। পলিসিবাজার.কমের মোটর ইন্স্যুরেন্স বিভাগে বিজনেস হেড নীতিন কুমার এই প্রসঙ্গে বলেছেন, 'যদি আপনার গাড়িটি একটি বেসমেন্টে পার্ক করা থাকে এবং তা জলে ডুবে যায় এবং আপনি সরাসরি বিমা কোম্পানিতে রিপোর্ট করেন এবং গাড়িটিকে একটি পরিষেবা কেন্দ্র বা গ্যারেজে নিয়ে যান তবে কোনও সমস্যা নেই। কিন্তু, আপনি যদি আপনার গাড়িটি ডুবে যাওয়ার পর তা চালু করার চেষ্টা করেন, তাহলে আপনার ইঞ্জিন হাইড্রোস্ট্যাটিক লকের মধ্যে চলে যাবে। সেই পরিস্থিতিতে, বিমা কোম্পানি ইঞ্জিনের ব্যর্থতাকে কভার করবে না। কারণ এটি একজন চালকের ইচ্ছাকৃত পদক্ষেপের ফলে পরিণতিগত ক্ষতি।'