Advertisment

মৃদু উপসর্গ বা উপসর্গহীনদের হোম আইসোলেশনে কী চিকিৎসা, দেখুন Guideline

করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে সংশোধিত নির্দেশিকা জারি করল স্বাস্থ্য মন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
Corona Transmission in Aerosol Medium, Covid-19, Aerosol, Central Committee

করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে সংশোধিত নির্দেশিকা জারি করল স্বাস্থ্য মন্ত্রক। মৃদু উপসর্গ এবং উপসর্গহীন আক্রান্তদের হোম আইসলেশনে কী করনীয়? বৃহস্পতিবার স্পষ্ট করেছে মন্ত্রক। সেই নির্দেশিকায় উল্লেখ, হোম আইসোলেশনে কন্সাল্টিং চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খেতেই হবে আক্রান্তদের।

Advertisment

দেখুন কী কী বলা—

  • কন্সাল্টিং চিকিৎসকের সঙ্গে প্রতিদিন কথা বলতে হবে আক্রান্তকে। শারীরিক অবস্থার অবনতি বা উন্নতি বিষয়ে তাঁকে অবগত করতে হবে
  •  সেই চিকিৎসকের আলোচনা করে কোমোর্বিডিটির ওষুধ চালিয়ে যেতে হবে আক্রান্তদের
  • আক্রান্তের যদি মৃদু উপসর্গ থাকে, যেমন জ্বর, নাক থেকে জল পড়া এবং কাশি, তাহলে অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে তাঁর চিকিৎসা চলবে।
  • গরম জলে গার্গল বা উষ্ম ভাপ দিনে দু’বার নিতে পারেন আক্রান্ত
  • ঘরোয়া টোটকা কিংবা প্যারাসিটামল-৬৫০ খেয়েও জ্বর না কমলে অবশ্যই বলতে হবে চিকিৎসককে
  • প্রয়োজনে সেই চিকিৎসক ওষুধ বদলে নাপ্রক্সেন ২৫০ বা সেই যৌগের অন্য কোনও ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন
  • কিংবা দিনে একবার করে পাঁচদিন ইভারমেক্টিন ২০০ ট্যাবলেট খেতে পারেন সেই আক্রান্ত
  • এরপরেই যদি তানা পাঁচদিন বা তার ওপরে উপসর্গ থাকে, তাহলে বুদেসোনাইড ৮০০ ইনহ্যাল করতে পারবেন। ৫-৭ দিন দিনে দুই বার ইনহ্যাল করা যাবে  
  • এরপরেও যদি একসপ্তাহের ওপর উপসর্গ থাকে, তাহলে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে লো ডোজ ওরাল স্টেরয়েড ব্যবহার করতে পারেন আক্রান্ত
  • তবে হোম আইসোলেশনে রেমডেসিভির ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে মন্ত্রক। একমাত্র কোভিড কেয়ার ইউনিট কিংবা কোভিড হাসপাতাল এই ওষুধ ব্যবহারে ছাড়পত্র আছে
  • হোমে আইসোলেশনে থাকাকালীন অক্সিজেন মাত্রা কমলে সঙ্গে সঙ্গে চিকিৎসাধীন কিংবা চিকিৎসকের পরামর্শ নেবেন সেই আক্রান্ত/তাঁর পরিবার
Home Isolation Union Health Ministry Corona India
Advertisment