Advertisment

New Lok Sabha: লোকসভায় নির্বাচিত হলেন নতুন সাংসদরা, জানেন তাঁদের শিক্ষাগত মান, বয়স, পেশা সম্পর্কে?

Lok Sabha Members: বিরোধী জোটের ২৩২ জন সাংসদ আসন্ন ১৮তম লোকসভার অংশ হতে চলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
New parliament, MP, নতুন পার্লামেন্ট, সাংসদ

New parliament-MP: ভারতীয় সংবিধান নিশ্চিত করতে চায়, আইনসভা যে ভোটারদের প্রতিনিধিত্ব করছে, তা যেন সভায় সঠিকভাবে প্রতিফলিত করে। (ফাইল ছবি)

Members of Parliament play a crucial role: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় উন্নয়ন জোট (NDA/এনডিএ)-এর ২৯৩ জন সাংসদ নির্বাচিত হয়েছেন। বিরোধী ভারতীয় ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (INDIA/ইন্ডিয়া), বিভিন্ন এক্সিট পোল যা পূর্বাভাস দিয়েছিল তার চেয়ে ভাল পারফরম্যান্স করেছে। বিরোধী জোটের ২৩২ জন সাংসদ আসন্ন ১৮তম লোকসভার অংশ হতে চলেছেন।

Advertisment

সংসদ সদস্যরা গণতন্ত্রে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বিতর্কে অংশ নেন। বিভিন্ন নীতি সংক্রান্ত বিষয়ে বিল নিয়ে আলোচনা করেন। ভারতীয় সংবিধানও নিশ্চিত করে, যাতে যে আইনসভা যে নির্বাচকমণ্ডলীর প্রতিনিধিত্ব করছে, তাকে যেন সঠিকভাবে প্রতিফলিত করে। সেটা করার জন্যই সংসদে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য আসন সংরক্ষণেরও ব্যবস্থা আছে।

আরও পড়ুন- বিজেপির সঙ্গে গিয়ে এখন হাত কামড়াচ্ছেন! অজিত পাওয়ারকে নিয়ে বিরাট চিন্তায় বিজেপিও

সমাজে কাঠামোগত বাধার কারণে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের সংখ্যা কম। সেই সমস্যা দূর করতে ঐতিহাসিকভাবে লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এজন্য গত বছর মহিলা প্রতিনিধিত্ব বিলও আইনসভায় পাশ হয়েছে। যাইহোক, সংসদের গঠন সম্পর্কে আরও ভালো ধারণা পেতে জাতি এবং লিঙ্গের প্রেক্ষিতে প্রতিনিধিত্ব ছাড়াও, তরুণ নেতাদের উপস্থিতি, সাংসদদের শিক্ষার স্তরের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলোও জনসাধারণের জানা উচিত।

১. ১৮তম লোকসভা কতজন প্রথমবারের সাংসদকে পেল?

First-time MPs in Parliament.
লোকসভায় প্রথমবারের সাংসদ।

২. কোন দলগুলোয় প্রথমবারের সাংসদের সংখ্য়া সবচেয়ে বেশি?

Party-wise list of first-time MPs.
দলভিত্তিক প্রথমবারের সাংসদ (শতাংশের নিরিখে)।

৩. ১৮তম লোকসভার সদস্যদের বয়সের পরিসংখ্যান কেমন?

Age-wise composition of the Lok Sabha.
লোকসভার সদস্যদের বয়সভিত্তিক পরিসংখ্যান। ৫৬ থেকে ৭০ বছর বয়সি সাংসদের সংখ্যা বেড়েছে।

৪. নতুন লোকসভা সাংসদদের শিক্ষাগত যোগ্যতা কেমন?

Education profile of the Lok Sabha.
লোকসভার সদস্যদের শিক্ষাগত পরিসংখ্যান।

৫. সংসদ সদস্যরা কোন পেশায় যুক্ত?

Profession-wise composition of the Lok Sabha.
লোকসভার সাংসদদের পেশাভিত্তিক পরিসংখ্যান।
NDA Parliament opposition india alliance Oppositions
Advertisment