scorecardresearch

Explained: বদলাচ্ছে ভারতীয় সেনাকর্তাদের উর্দি, ঠিক কতটা বদল ঘটবে?

আগস্ট থেকেই আসছে বদল।

ranks of the Army
প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এবং জেনারেল বিপিন রাওয়াত আলাদা ধাঁচের টুপি পরেছেন।

সাম্প্রতিক সেনা কমান্ডার সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১ আগস্ট থেকে, ব্রিগেডিয়ার এবং তদূর্ধ্ব পদের সমস্ত অফিসার- মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেলরা তাঁদের রেজিমেন্ট বা কর্পস নির্বিশেষে একই ধরনের উর্দি পরবেন।

কীভাবে বদলাবে উর্দি?
ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল পদমর্যাদার সমস্ত অফিসাররা এখন থেকে একই রঙের বেরেট (ক্যাপ), পদমর্যাদার সাধারণ ব্যাজ, একই ধরনের বেল্ট এবং একই ধরনের জুতো পরবেন। তাঁরা আর কাঁধে রেজিমেন্টের কর্ড পরবেন না। বিশেষ বাহিনী, অরুণাচল স্কাউটস, ডোগরা স্কাউটস জাতীয় কাঁধের ফ্ল্যাশও পরবেন না। তাঁদের উর্দিতে এমন কিছু থাকবে না, যা তাঁদের নির্দিষ্ট রেজিমেন্ট বা কর্পসের অন্তর্গত হিসেবে চিহ্নিত করবে। সব মিলিয়ে উচ্চ পদমর্যাদার সব আধিকারিকই একই ধাঁচের পোশাক পরবেন।

বর্তমানে কেমন উর্দি পরা হয়?
এখন পর্যন্ত লেফটেন্যান্ট থেকে জেনারেল পদমর্যাদার সমস্ত অফিসার তাঁদের রেজিমেন্ট বা কর্পসের অনুমোদিত উর্দি ও সংশ্লিষ্ট অন্যান্য জিনিসপত্র পরিধান করেন। পদাতিক অফিসার এবং সেনা গোয়েন্দা বিভাগের আধিকারিকরা গাঢ় সবুজ টুপি পরেন, সশস্ত্র রেজিমেন্টের অফিসাররা কালো টুপি পরেন, গোলন্দাজ, ইঞ্জিনিয়ার, সিগন্যাল, এয়ার ডিফেন্স, ইএমই, এএসসি, এওসি, এএমসি এবং কিছু মাইনর কর্পস অফিসার গাঢ় নীল টুপি পরেন। প্যারাসুট রেজিমেন্ট অফিসাররা মেরুন টুপি পরেন। আর আর্মি এভিয়েশন কর্পস অফিসাররা ধূসর টুপি পরেন।

পাশাপাশি, বেশিরভাগ পদাতিক রেজিমেন্ট, সশস্ত্র রেজিমেন্ট এবং অন্যান্য অস্ত্র ও পরিষেবাদানকারী রেজিমেন্টগুলোর ব্যাজ-সহ টুপির নির্দিষ্ট ধাঁচ থাকে। যেমন- গোর্খা রাইফেলস রেজিমেন্ট, কুমায়ুন রেজিমেন্ট, গাড়োয়াল রেজিমেন্ট এবং নাগা রেজিমেন্টের অফিসাররা এক ধরণের স্লোচ টুপি পরেন। যাকে বলা হয় তরাই হ্যাট বা গোর্খা হ্যাট।

আরও পড়ুন- দেশের সব ডিজেল গাড়ি তুলে দেওয়ার প্ল্যান সরকারের, আদৌ এটা সম্ভব?

প্রতিটি পদাতিক রেজিমেন্ট এবং কর্পসের নিজস্ব ধাঁচ রয়েছে, যা তারা কাঁধের চারপাশে পরেন। আর এটা তাঁদের ঐতিহ্যের প্রতীক। যা ডান বা বাম শার্টের পকেটের কাছেও থাকে। র‍্যাংকের ব্যাজগুলোও হয় আলাদা। রাইফেল রেজিমেন্টগুলো র‍্যাংকের প্রতীক হিসেবে কালো রঙের ব্যাজ পরেন। কিছু রেজিমেন্ট আবার গিল্ট এবং রুপোর রঙের ব্যাজ পরে। বিভিন্ন রঙের ব্যাকিং আছে, যেগুলো রেজিমেন্ট বা কর্পসের ব্যক্তিগত ঐতিহ্য এবং রীতি অনুযায়ী র‌্যাংকের ব্যাজগুলোর সঙ্গে পরা হয়।

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: Common uniforms at higher ranks of the army