২০১৯ লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তেহারের প্রচ্ছদ প্রতিশ্রুতি করে দেখাবে কংগ্রেস। ইস্তেহারের এ হেন শিরোনামের উদ্দেশ্য বিজেপির নির্বাচন পূর্ব ও নির্বাচনোত্তর প্রতিশ্রুতিগুলির ক্ষেত্রে করে দেখানোর ব্যর্থতা।
বিরোধীরা গত নির্বাচনের আগে এবং পরে বিজেপি তথা এনডিএ সরকারের জুমলা বা মিথ্যা প্রতিশ্রুতির বিষয়গুলিকে বারবার সামনে নিয়ে এসেছেন।
আরও পড়ুন, ‘হিন্দু সন্ত্রাস’: নরেন্দ্র মোদীর দাবি ও কয়েকটি তথ্য
ইস্তেহার প্রকাশ করতে গিয়ে রাহুল গান্ধী মধ্য প্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে কংগ্রেস সরকারের নির্বাচনে জেতার পরে পরেই কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি পালনের প্রসঙ্গ তুলে আনেন।
দেশের দরিদ্রতম ২০ শতাংশ মানুষের ন্যূনতম রোজগার নিশ্চয়তা প্রকল্পের ঘোষণা এবং ইস্তেহারে কৃষকদের জন্য পৃথক বাজেট পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি যতই জনপ্রিয় জাতীয়তাবাদ এবং স্থায়িত্বের কথা এনে নির্বাচনী সন্দর্ভ তৈরির চেষ্টা করুক না কেন, কংগ্রেস দরিদ্র, কৃষক এবং দেশের ব্যাপক বেকারির ব্যাপারেই তাদের নির্বাচনী বক্তব্য সাজাবে।
যদিও কল্যাণমূলক খাতে ব্যয়ের যে প্রতিশ্রুতির কথা নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, তা বাজার এবং শিল্পক্ষেত্রে আশঙ্কা তৈরি করবে এ কথা জানে কংগ্রেস। সে কারণেই শতাব্দী প্রাচীন এ দলের দাবি, তারা সম্পদ ও কল্যাণের মেলবন্ধন ঘটাতে চায়।
Read the story in English