Advertisment

Congress Nari Nyay: বিরাট খরচ! তারপরও নির্বাচনে জিততে 'নারী ন্যায়'-এর প্রতিশ্রুতি কংগ্রেসের, পালন সম্ভব?

Poverty in India: বিশ্বব্যাংক ২০২২-২৩ সালে ভারতের দারিদ্র্যের অনুপাত ১১.৩% বলে জানিয়েছিল। আন্তর্জাতিক দারিদ্র্য সীমার ওপর ভিত্তি করে বলা যায় যে এই দরিদ্ররা প্রতিদিন জীবন ধারণের জন্য ২.১৫ মার্কিন ডলারের চেয়েও কম খরচ করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi, India

Delhi-India: নারীকেই লক্ষ্য করছে বিভিন্ন রাজনৈতিক দল। (ছবি-এক্সপ্রেস)

Congress Nari Nyay promises: নারী ক্ষমতায়নের লক্ষ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের পাঁচটি প্রতিশ্রুতির সর্বশেষটি তার ২০১৯ সালের নির্বাচনী ইশতেহারের সংস্করণ বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালের সাধারণ নির্বাচনের দৌড়ে, কংগ্রেস ক্ষমতায় এলে একটি ন্যূনতম আয় সহায়তা কর্মসূচি (MISP) বা ন্যূনতম আয় যোজনা (NYAY/ন্যায়) শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিল। এই সব প্রতিশ্রুতির অন্যতম হল, দেশের ২০ শতাংশ বা ৫ কোটি গরিব পরিবারকে বছরে ৭২ হাজার টাকা করে আর্থিক সাহায্যদান। সেই সময় কংগ্রেস বলেছিল, 'যতদূর সম্ভব, পরিবারের কোনও মহিলার অ্যাকাউন্টে এই অর্থ স্থানান্তর করা হবে।' ২০১৯ সালে, অর্থনীতিবিদ জিন ড্রেজ, ন্যায়-এর মোট বার্ষিক খরচ ৩,৬০,০০০ কোটি টাকা বা ভারতের জিডিপির প্রায় ২% বলে অনুমান করেছিলেন।

Advertisment

আর্থিক প্রভাবের দিক থেকে, বুধবার ঘোষিত পাঁচটির মধ্যে সবচেয়ে বড় প্রতিশ্রুতিটিকে, 'মহালক্ষ্মী' বলা হচ্ছে। এতে দেশের দরিদ্র পরিবারের একজন করে মহিলাকে প্রতিবছর ১ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই দরিদ্র পরিবারের সঠিক সংখ্যার কোনও উল্লেখ করা হয়নি। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারতে দরিদ্র পরিবারের অনুপাত উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, নীতি আয়োগের বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী ভারতে দারিদ্র্যের অনুপাত প্রায় ১১%। আবার, এর সিইও দাবি করছেন যে গত মাসে প্রকাশিত ভোগব্যয় সমীক্ষার সর্বশেষ তথ্য অনুযায়ী, এটা ৫%-এর মত। বিশ্বব্যাংক ২০২২-২৩ সালে ভারতের দারিদ্র্যের অনুপাত ১১.৩% বলে জানিয়েছিল। আন্তর্জাতিক দারিদ্র্য সীমার ওপর ভিত্তি করে বলা যায় যে এই দরিদ্ররা প্রতিদিন জীবন ধারণের জন্য ২.১৫ মার্কিন ডলারের চেয়েও কম খরচ করেন।

আরও পড়ুন- দেশজুড়ে একসঙ্গে যাবতীয় নির্বাচনের চেষ্টা, লোকসভা ভোটের মুখে বিরাট পদক্ষেপ

তাহলে মহালক্ষ্মী প্রতিশ্রুতি পালন করতে হলে সরকারকে কতটা খরচ করতে হবে, যদি কংগ্রেস চলতি আর্থিক বছরে তা বাস্তবায়ন করে? অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রা বলেছেন যে, সরলভাবে যদি কেউ দারিদ্র্যের অনুপাত ১০% ধরে নেন, তাহলে এর অর্থ হল, লক্ষ্যমাত্রায় লাভের ভোগী হবে ১৪ কোটি পরিবার। অর্থাৎ, মোট ১৪০ কোটি জনগণ। যদি প্রতিটি দরিদ্র পরিবারের একজন মহিলাকেও লক্ষ্য হিসেবে বাছা হয়, অর্থাৎ ২.৮ কোটি মহিলাকে যদি লক্ষ্য হিসেবে বাছা হয়, তাহলে মোট ব্যয় হবে ২.৮ লক্ষ কোটি টাকা। ২০২৪-২৫ সালে ভারতে জিডিপির (ফেব্রুয়ারিতে পেশ করা কেন্দ্রীয় বাজেট অনুযাযী ৩২৮ লক্ষ কোটি টাকা) ০.৮%। নীতি আয়োগের দাবি অনুযায়ী, যদি দারিদ্র্যের অনুপাত ৫% হয়, তাহলে এই ব্যয় জিডিপির ০.৪%-এর অর্ধেক হয়ে যাবে।

World Bank India CONGRESS
Advertisment